
বাংলাদেশে কোটার জন্য যে আন্দোলনটা হলো প্রকৃতপক্ষে সেটা কি আর কোটার আন্দোলন ছিলো⁉️ নাকি এটা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে হত্যার জন্য একটি ঘৃণ্য চক্রান্ত ছিলো‼️
আসুন ফিরে দেখি আন্দোলনের সময়ে। একটু ভাবুন শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং দেশে থাকলেন। খুব একটা পরিবর্তন কি হবে? যদি তিন মাসের ব্যাবধানে একটি নির্বাচন হয় তাহলে আওয়ামিলীগ কি নিশ্চিহ্ন হয়ে যেতো? একটু নব্বইয়ের পটভুমি মনে করে দেখুন’তো। জাতিয় পার্টিকে বিন্দু পরিমান নির্বাচনের মাঠে দাঁড়াতে না দেওয়ার পরেও ! কতগুলো আসন নিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিলো। যে দলটি আন্চলিক দল হিসেবে পরিচিত! আওয়ামিলীগের ভীত কিন্তু জাতিয় পার্টির তুলনায় অনেক বেশি। কাজেই পাওয়ার পলিটিক্সে আওয়ামিলীগের অবস্থান জামাত/বিএনপি+। এত সহজ নয় নিরপেক্ষ নির্বাচন করে আওয়ামিলীগ’কে ক্ষমতা থেকে দুরে রাখা। কাজেই এটা আওয়ামিলীগ’কে ক্ষমতাচ্যুত করার আন্দোলন ছিলোনা।
প্রকৃতপক্ষে এটা ছিলো আওয়ামিলীগ’কে ধ্বংস করে দেওয়ার নীল নক্সা । ঠিক পচাত্তরের মত পটভুমি সৃষ্টি করে শেখ হাসিনাকে হত্যা করে করাই সম্ভব। ঠিক ৭৫-এ যেমন বঙ্গবন্ধু’কে হত্যা করে আওয়ামিলীগ’কে জীবমৃত করে রেখেছিলো ! তার বেনিফিসিয়ারি ছিলো জিয়া এবং স্বাধীনতা বিরোধীরা। এবারও একই পরিনতি করার পথে ধাবিত ছিলো তথাকথিত বিপ্লবিরা! শেখ হাসিনা’কে হত্যার কয়েকটি প্ল্যান ছিলো এদের।
প্ল্যান ১/ দুর থেকে স্নাইপার দিয়ে হত্যা / এটা ইন্টেলিজেন্ট জানতে পেরে নিস্ক্রিয় করে । এবং আটক হয় স্নাইপার। ক্ষমতার পালাবদলে মুক্ত এখন!
প্ল্যান ২/ জনগণের সহায়তায় মব ক্রিয়েট করে হত্যা করে বিশ্বে প্রচার করা ক্ষুদ্ধ মানুষ হত্যা করেছে (গাদ্দাফি মডেল) ।
প্ল্যান ৩/ আমেরিকান স্টাইলে, গ্রেফতার করে ক্যাংগারু কোর্টের মাধ্যমে বিচার করে ফাঁসি দেওয়া।সাদ্দামের কথা কি মনে আছে⁉️
অলিক কল্পনা বা সিনেমার কাহিনি মনে হোচ্ছে তাইনা! তাহলে একটা সুত্র দেই - শেখ হাসিনা যে পালিয়ে যাচ্ছে এটা ভিডিও করলো কে⁉️ নিশ্চই তখনকার প্রসাশন এটা প্রকাশ করবেনা। এটা করেছিলো প্রকৃতপক্ষে সেই স্নাইপার‼️
শেখ হাসিনা’কে হত্যার চেষ্টা কিন্তু এটাই প্রথম নয়।বার বার চেষ্টা করেও হত্যা করতে পারে নাই! কারন সাধারন মানুষের দোয়া আর স্বয়ং সৃষ্টিকর্তা যাকে রক্ষা করেন। কার সাধ্য আছে তাকে হত্যা করে!
এই চক্রান্তের সাথে কম বেশি প্রতিটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে! মুল হোতা হোচ্ছে জামাত/শিবির , হরকাতুল জিহাদ সহ কিছু তথাকথিত বুদ্ধি বিক্রেতা । নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত অনেকের সম্পৃক্ততা রয়েছে । এই যাত্রায় শেখ হাসিন বেচে গেছে এস, এস ,এফের সাহসী ভুমিকার জন্য। দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশও আছে! কিছু হাই অফিসিয়াল আছে বিভিন্ন সংস্থার।
নতুন তথ্য পেলে সংযুক্ত করা হবে।
ধন্যবাদ॥ [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/fzzaman/fzzaman-1732084301-3bc0f83_xlarge.jpg
এই হোচ্ছে সংযোগ





সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



