
প্রিয় সহব্লগারবৃন্দ,
সম্প্রতি সামুর বিভিন্ন পোস্টে কয়েকজন ব্লগার অসামাজিক, অশোভন ছবি/মন্তব্য দিয়ে আমাদের মত সাধারণ ব্লগারদের বিরক্ত করছেন। কম সময় নয়, অনেক দিন থেকেই এটা চলে আসছে। এখন কথা হচ্ছে আর কত? আর কতদিন এটা চলতে পারে। ব্যাপারটা সংক্রমিত হয়ে যাচ্ছে বলেই বোধ করি।
প্রথমে চাঁদগাজী'র পোস্টে সীমিত থাকলেও পরবর্তি সময়ে তা আর এক জায়গায় সীমাবদ্ধ থাকছে না। নিরীহ/অহিংস মনোভাবের ব্যক্তিদের পোস্টেও ব্যাপারটা ছড়িয়ে পড়ছে। এটার পরবর্তী পর্যায় কী হবে ভেবেছেন? অবশ্যই আরো বাজে কোন ব্যাপার। এখন এর সমাধান কী হতে পারে সে ব্যাপারে আমি আমার মত শেয়ার করছি। ব্লগ কর্তৃপক্ষ এটা প্রয়োজন মনে করলে রাখতে পারেন। না মনে করলেও অবশ্যই আমাদের কিছু করার নেই।
ফ্লাডিং কমেন্ট প্রতিরোধে ৩ টি উপায় আছে বলে মনে হচ্ছে-
১- একদিনে সর্বোচ্চ ৫/১০টি মন্তব্য নতুন নিকের জন্য। তবে মডারেশন সেফ করলে সেই রেস্ট্রিকশন ওঠে যাবে।
২- নতুন নিকের প্রথম ১দিন/২দিন মন্তব্য সুবিধা থাকবে না।
৩- নয়া নিকের আনলিমিটেড সুবিধা থাকবে তবে প্রত্যেক পোস্টে সেটা কমেন্ট মডারেশন থেকে পোস্টদাতা নিজে এপ্রোভ করবেন।
পাশাপাশি একটা ব্যাপার বলা জরুরী, সেটা হলো ইসলাম/যেকোনও ধর্মকে চ্যালেঞ্জ করে যদি কোন আলোচনা/পোস্ট হয় সেক্ষেত্রে সেটা কী ব্লগে থাকা উচিত? নাকি না? এ ব্যাপারেও আপনাদের মতামত জানার দরকার আছে।
এক্ষেত্রে আমার মত হলো- যেকোনও ধর্ম/বিধান নিয়ে সমালোচনার দৃষ্টিভংগি গ্রহণযোগ্য হওয়া উচিত। এমনকি সেটা ইসলাম/হিন্দু/বৌদ্ধ/খ্রিস্ট/ইশ্বর/ভগবান/খোদা/যিশু/মুহাম্মদ/কৃষ্ণ/বুদ্ধ যে কোনও ব্যক্তি/সত্ত্বা হোন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


