আপনি হয়তো খেয়াল করেছেন আপনার কিউবি কানেকশন স্পিড হঠাৎ করেই অর্ধেক হয়ে গেছে, খোজা খুজি করে জানতে পারলেন ইউজেস বেশী হওয়াতে এই অবস্থা, আসলেই কি আপনি বেশী ইউজ করে ফেলেছেন নাকি তারা আনলিমিটেড বলে ভাওতামি শুরু করেছে।
যাক সে-না হয় ধরলাম বেশীই হয়েছে কিন্তু কত বেশী হয়েছে তার কি কোনো ইনফরমেশন পেয়েছেন (একেক জনের কাছে একেক রকম কথা) !!
আরে ভাই আনলিমিটেড ইউজ করব বলেইতো মাসে ১৫০০ থেকে ৪০০০/৫০০০ টাকা দিচ্ছি,তাতে আবার লিনিটেশন কেন আর লিমিটেশন এর কোনো নির্দিষ্টতাও নেই কারও ১ গিগা হলেই Faie usage Policy আবার কারও যত খুশি কোনো মাথা ব্যাথা নাই।
সবচেয়ে বড় ব্যাপারটা হল যে আপনি এই পলিছিতে পড়ার কত দিন পরে ছাড়া পবেন তাও কেউ বলতে পারেনা, শুধু বলে ডাউনলোড কমিয়ে দিতে। আর কমানোর পরও কোন কিছু হয় না।
আমি দুই সপ্তাহ ধরে ভুক্তভোগী, তাদের কাছ থেকে কোনে রকম হেল্প পাই নাই, কিন্ত মাস দুয়েক আগে যখন একটা পোষ্ট করেছিলাম বাংলালায়ন নাকি কিউবি, তখন কিউবিই নাকি ভালো কাষ্টমার কেয়ার সার্ভিস দেয় শুনে বেশী টাকা ( ১৪৩৮/=) হলেও এই কানেকশন নিছিলাম বাট আনফরচুনেটলি ধরা খাইলাম।
নিচের এই লেখাটা পড়েন জানতে পারবেন নানা তথ্য-------
এই নিয়ে একটা লেখা লিখেছিলাম মনের দুখে আর সেখান থেকে পেয়েছি নানা চান্চল্যপূর্ন ঘটনা.... লেখাটি পড়তে (এখানে বিস্তারিত পাবেন Qubee এর Sky(unlimited-512) Faie usage Policy নিয়ে ধুম্রজাল, জানতে চাই কারন, Qubee ইউজাররা সমাধান দেন!!! )
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১১ সকাল ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


