কয়েক মাস আগে speak asia online survey নামে এক অন লাইন সার্ভে মাল্টি লেভেল বা ডান হাত বাম হাত করার জন্যে এক লোক আমার পিছে লাগে , বলে অনেক ইনকাম হবে কিন্তু আমি করিনি। এখন তো কম বেশী সবাই জানেন এটার বর্তমান পরিস্তিথি।
ইদানিং আবার নতুন এক কম্পনির নাম হল bright survey online । এটার এক লোক আমাকে বলছে এটাতে ও অনেক লাভ। সে বলছে যাস্ট সার্ভে করে আর ম্যাচিং অনেক ইনকাম করা যায়।
ভাই আমার এই সব মাল্টি লেভেল বিসনেস সম্পর্কে কোন ধারনা নাই। শুধু ধারনা আছে ডেসটিনি সম্পরকে, আে আমি পারসোনালি এই বিসনেছ পছন্দ করি না। কিন্তু এই নতুন bright survey online নিয়ে আমার কোন ধারনা না থাকায় আপনাদের পরামর্শ চাচ্ছি।
**এটা কি ইসলাম এ যায়েজ আছে ?
**এটা কি কোন লোক ঠকানো ব্যাবসা ?
** এটা কি কোন ভাবে মানুষের সাথে প্রতারন করে কি ?
আমি এই সাইতে যেয়ে দেখলাম এদের কোন Company Profile নেই আর কোন Certificates ভেরি ফিকেশন ও নাই
আপনারা প্লিজ এই সাইটটা একতু দেখে বলেন যে এটাতে টাকা দিয়ে ধুকলে প্রতারিত হব কিনা ? সাইৎার লিংক হল View this link
প্লিজ আমাকে সু পরামর্শ দিবেন যাতে ভাল মন্দ বিচার করে কাজ করতে পারি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


