ইংল্যান্ড থাকা এক বন্ধুর কাছে উইন্ডোস ১০ ও এমএস অফিস ২০১৯ এর জেনুইন কি কেনার জন্য জানতে চাইলাম পেমেন্ট ম্যাথড হিসাবে তার পেপাল আছে কিনা। যত পাউন্ড খরচ হবে বাংলাদেশী টাকায় তত টাকা তার ফ্যামিলিকে বিকাশের খরচ বাবদ দিয়ে দিবো। বর্তমানে প্রাত ১১৪ টাকা পার পাউন্ড। কিন্তু ও দাবি করলো পার পাউন্ড ১২০ টাকা দেওয়া লাগবে।
কারণ হিসাবে বলল, বিদেশ থেকে দেশে টাকা পাঠালে এক লাখে দুই হাজার টাকা এক্সট্রা প্রণোদনা দেয়ার পাশাপাশি ব্যাংক নাকি আরও পার পাউন্ডে ৬ টাকা আরো বেশী দেয়। সুতরাং সেই হিসাবে আমাকে ১২০ টাকা দিতে হবে। আমি তো এমন কথা কখনো শুনি নাই। শুধু প্রণোদনার কথা শুনেছি। প্রমাণ স্বরূপ ছবি দিয়েছে। পরে বন্ধুকে বললাম দাঁড়া, যেহেতু এ বিষয়ে আমার কোন ধারনা নেই, আমি একটু যাচাই করে তোকে জানাচ্ছি।



যারা বিদেশে বা ইংল্যান্ডে থাকেন তার একটু সত্য টা জানাবেন আশা করছি, ধন্যবাদ।
এছাড়া মিরপুরের মধ্যে কি এমন কেউ আছেন আমার এই পেপালের কাজটা পরে দিতে পারবেন। লেনদেন সরাসরি করতে চাচ্ছি।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২২ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



