দিন দিন আমি কি হচ্ছি? আমি কি নিজে নিজেকে চিনি? যে আমি ভাবি আমার পাশের মানুষ গুলো আমাকে বুঝবে? না, আমি তো নিজেই নিজেকে বুঝি না। আমি নিজেই জানি না, আমি কি চাই? সুখ নাকি দুঃখ। মনে হয় আমার জন্য দুঃখই ভাল। সারা জীবন আমি দুঃখ রোগে আক্রান্ত রোগী হয়ে থাকতে চাই। অন্তত এই কথাগুলো বলে আমি একজন মানুষকে সুখ দিতে পারব। সে নিশ্চয়ই সুখী হবে, কারন তার যুক্তি যে আমাকে হার মানালো।আমার প্রত্যেকটা ইচ্ছে, স্বপ্ন এক একটা বিশধর সাপ। এগুলো দিন রাত আমাকে ছোবল দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত করে, মনে করিয়ে দেয় স্বপ্ন গুলো আমার জন্য নয়। তবুও আমি বার বার ভুলে যাই, নতুন নতুন আশার ঘর বাঁধি, সেগুলো আবার একটা বিষধর সাপে পরিনত হয়ে আমার ক্ষত বিক্ষত করতে থাকে। তিল তিল করে মেরে ফেলতে থাকে আমাকে।মাঝে মাঝে মনে হয়, এত কিছু সহ্য করা, মানুষকে কষ্ট দেওয়ার থেকে জীবনের অবসান অনেক ভাল। তবে সৃষ্টিকর্তা সে শক্তির পুরোটাই নিজের কাছে নিয়ে রেখেছে, একটু একটু করে মেরে ফেলার জন্য.................................. (গল্পটা স্যামুর ভুত এর থেকে নেয়া হয়েছে)
জীবনে তো এমন অনেক গল্প আছে সবার। কিন্ত কেউ কি কখোনো কাউকে বলতে পেরেছ ? যদি না পার তাহলে এখন সময় এসেছে বলার।
নিজের একটা সুখের ঘটনা আর একটা দুঃখের ঘটনা মেইল করে পাঠিয়ে দাও নিচের ID তে, সাথে পাঠাতে হবে তোমার এক কপি ছবি আর সব সময় খোলা থাকে এমন একটা মোবাইল নম্বর।
তো আর দেরি করছ কেন ?
মনের কথা জানিয়ে দাও সবাইকে………
মেইল ID - [email protected]
বিস্তারিত জানতে ফোন কর এই নম্বর এ -
01721434592 / 01671577425
** অবশ্যই ১০০০ শব্দ হবে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




