একটা ম্যাপ নিয়ে সবাই খিল্লি করছিল। ক্রিকেটের নাকি ভবিষ্যত নেই!
পরে যথারীতি তারাই আবার কে কী করলে ভালো খেলবে তাই নিয়ে হ্যাজ নামাচ্ছিল।
তাদের সবাইকে ভুল প্রমাণ করে এই টুর্নামেন্টে শ্রেষ্ঠ মানের খেলা উপহার দিয়েছে এই টিমটা। প্রত্যেকটা টিমকে জাস্ট পিষে দিয়েছে group স্টেজে। ভারতীয় বোলাররা যে এইরকম ভয়ানক হতে পারে, বাকি বিশ্ব কল্পনা করতে পারে নি। প্রত্যেক দর্শককে খেলাটা দেখতে বাধ্য করেছে এই টিম।
It was just a bad day in Office, that's all. রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরাহ ,শামি - এরা লেজেন্ড।
রাহুল দ্রাবিড় - লেজেন্ড।
বোলিং কোচ পরস মামরে - অসাধারণ।
আজ যারা আবার স্যোসাল মিডিয়া জুড়ে গালাগালি দিচ্ছে, তারাই আবার পরের টি টোয়েন্টি বিশ্বকাপে দুটো ম্যাচ জিতলেই লম্বা হ্যাজ নামাবে, কোহলি স্লো খেলছে নাকি বুমরাহ ভুল বল করছে তাই নিয়ে।
এদের অনেকেই হয়তো জানেই না ব্যাটিং স্টান্স কেমন ভাবে নিতে হয়।
I love u Indian Cricket Team I love u.
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২২