
কামাল সাহেব বললেন, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে?
গেছোদাদা বলল, আমিও বুঝতে পারছি না, আসলে সোস্যাল মিডিয়াতে যত তর্কাতর্কি তো দেখছি শুধু বাংলাভাষাতেই হচ্ছে।
কামাল সাহেব বললেন, অন্যভাষায় তর্ক করতে গেলে তো সেই ভাষাটাও জানা দরকার।
গেছোদাদা বলল, শুধু ভাষার সমস্যার জন্য এত বড় একটা দেশ এমন মেজর একটা ঝগড়ায় নামতে পারছে না। ভেরি স্যাড!
কামাল সাহেব বললেন, আপনি কি বলতে চাইছেন বলুন তো?
গেছোদাদা মুচকি হেসে বলল, আসলে ঝগড়াটা বাঙালির, দুই দেশের নয়।এটা অনেকটা ওই শাশুড়ি-বউমার ঝগড়ার মত। দুই পরিবারের বাকি সদস্য বা কত্তারা এই নিয়ে মাথাও ঘামায় না।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



