এক ডাক্তার ভাবল এক হাজার টাকা রোজকার করার একটা দারুণ সুযোগ সে সেই ক্লিনিকে গেল আর বলল..
ডাক্তার : আমার কোন জিনিষ খেতে গেলে তাতে কোন স্বাদ পাইনা।
বল্টু ইঞ্জিনিয়ার একজন নার্সকে ডেকে বলল...
বল্টু : ২২ নাম্বার বক্স থেকে ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও।
ডাক্তার : আরে, এটা তো পেট্রোল।
বল্টু : Congratulation দেখলেন তো আমাদের ক্লিনিকের কামাল। আপনি টেস্টটা জিভে পেয়ে গেছেন। এবার আমাকে আমার ৩০০ টাকা ফি টা দিয়ে দিন।

কিন্তু ডাক্তার ভীষণ চতুর। ভাবল, একে টাইট করতে হবে, আর পয়সাটাও উসুল করতে হবে। তাই আবার কিছুদিন পর সে সেই ক্লিনিকে এলো....
ডাক্তার : সাহেব, আমার মেমরী কমে গেছে। কিছুই মনে থাকেনা।
বল্টু : নার্স, এনাকে সেই ২২ নাম্বার বক্স থেকে ৩ ফোটা দাও।
ডাক্তার : কিন্তু স্যার, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ।
বল্টু :দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার মেমরী ফিরে এসেছে। দিন, আমার ৩০০ টাকা।

এবার ডাক্তার বেশ রেগেই বাড়ি গেল আর আবার কিছুদিন পর ক্লিনিকে এসে বলল...
ডাক্তার : স্যার, আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে। সবই খুব ঝাপসা দেখছি।
বল্টু : এর কোন ওষুধ আমার কাছে নেই। এই নিন, আপনার ১০০০ টাকা।
ডাক্তার :কিন্তু এটা তো ৫০০ টাকার নোট।
বল্টু :দেখুন, আপনার দৃষ্টিও ফেরৎ এসে গেছে। দিন আমার ৩০০ টাকা।



(Siam Ahmed এর কাছ থেকে পাও্য়া)