মাঝে একলা পথিক হলাম। একজনের কাছে কৃতজ্ঞ থাকবো, সাথে থাকার জন্য; সবসময়
এখন আমরা 7 জন; তাকে নিয়ে আট! প্রথম এপয়েন্টমেন্ট ছিল এস.ও.এস শিশু পল্লীতে। প্রথম বারেই বোয়াল! ধরতে আমাদের হয়নি, বোয়াল নিজেই সাহায্য করেছেন।
আজ 18-01-2007ইং। সারাদিন বাইরে কাটাতে হয়েছে। অভিজ্ঞতা ছিল; আছে, এবং নতুন করে আরও অনেক কিছু শিখলাম। বাংলাদেশের রাজনীতি যে এতটা নোংরা ছিন্নমুল সমাজে না মিশলে বুঝা মুশকিল। যারা অ,আ পড়তে জানে না, রাজনীতিই তাদের টার্গেট করে বসে আছে!
বৈকালী... খেলাম এসে এখানে। 6 জন থেকে এর মধ্যে হাওয়া 3জন। হাসি ঠাট্টা করতে করতে হাসানের বাড়ি। হাসানকে 15 দিনের সময় দিয়েছিলাম। এত ব্যস্ত শালায়... অ্যানিমেশন টা ঠিক ঠাক করলেই হয়। বাকীসব নিজের হাতে। অথচ সামনেই পরীক্ষা! পড়তে হবে, পড়তে হবে। তাড়া আছে ভেতরে, কিন্তু পড়ায় আর মন বসে না। 21 ফেব্রুয়ারী খুবই কাছে। হাত বাড়ালে ধরা যাচ্ছে, অথচ কিচ্ছু করা হয়নাই এখনো, কিচ্ছু না
শেষ পর্যন্তটিকে থাকবে সব? থাকবে, থাকবে- ভেতরে জবাব মেলে। যদি দেখো বিশ্ব দুচোখে, তবে সঙ্গে থেকো...
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




