সাঈদী সাহেবের অডিও নিয়ে যে কেলেংকারীটি ব্লগে এসেছে তা সত্যি নাকি গুজব!!
একে আমি গুজবই বলবো কারণ দেশের কোন নামকরা পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমে সাঈদী সাহেব কে নিয়ে এই পর্যন্ত কোন নিউজ আমার চোখে পড়েনি, অতীতে যেমন প্রভাকে নিয়ে পত্রপত্রিকাতে বিভিন্ন কেলেংকারী এসেছে, সাঈদী সাহেবর ঘটনা যদি সত্য হতো তাহলে পত্রপত্রিকাতে তা অবশ্যই আসতো
তবে এটা গুজব হোক আর নাই হোক যুদ্ধাঅপরাধীদের ব্যপারে সাঈদী যদি দোষী হয় তাহলে তার বিচার হোক আর যদি নির্দোষ হয় তাহলে যেনো সে মুক্তি পাক
তবে এক্ষেত্রে অবশ্যই ন্যায়বিচার হতে হবে
এক্ষেত্রে আমি বলবো বিচারকদের স্কাইপি ফোনালাপ ফাস হওয়ার পর, এই সরকারের আমলে যে কোন বিচারের ক্ষেত্রেই ন্যায়বিচার কতোটুকু জনগন পাবে তা প্রশ্নবিদ্ধ, কারণ যেখানে বিকাশের মতো মার্ডারকেসের আসামীরা মুক্তি পায় আবার অন্যদিকে সরকরী দলের নেতাদের উস্কানিতে সরকারী দলের গুন্ডাপান্ডা দ্বারা বিশ্বজিৎ খুন হয় সে ক্ষেত্রে বিচারের নৈতিকতা সবসময়েই একটি প্রশোবোধক চিহ্ন হয়ে থাকবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



