আসিফকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শুধু নাস্তিক আসিফ কেন!! ফেরাউনের মতো প্রতাপশালী রাজাও আল্লাহ এবং তার নবীর সম্মানের উপর আঘাত করে শেষ রক্ষা পায়নি!!
আসিফ কি ফেরাউনের মতো এতোই শক্তিশালী নাস্তিক যে ফেরাউনের বিশাল বড় সাম্রাজ্য ছিলো, যে ফেরাউনের এক কথায় হাজার হাজার সৈনিক রণক্ষেত্রে একসাথে ঝাঁপিয়ে পড়তো ফেরাউনের শত্রুদের বিরুদ্ধে।সেই ফেরাউনকেও আল্লাহ রব্বুল আলামিন মিশরের নীল নদে চুবিয়ে মেরেছিলেন অত্যন্ত লাঞ্চিত করে।
যাক সে কথা, যেটা বলছিলাম আসিফকে ব্যক্তিগত হামলা করে আইন নিজের হাতে তুলে নেয়া আমি সমর্থন করি না। আসিফ ইসলামের উপর আঘাত করেছে আর তাই যদি হয়, আসিফকে বিচারের মুখোমুখি নিয়ে আসা রাষ্ট্রের সরকারের দায়িত্ব কারণ শুধু ইসলাম কেন, যে কোন ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানি দেয়া, কটাক্ষ করা, বিদ্রুপ করার অধিকার দেশের নাগরিকদের রাষ্ট্র দেয়নি। অার কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সেটা রাষ্ট্রের সংবিধানের স্পষ্ট পরিপন্থী। আর রাষ্ট্রের সংবিধান লংঘন করার অভিযোগে অভিযুক্ত আসিফকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সরকারের কাছে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



