দিনের বেলা কার মুখে যেন grameenphone CellBazaar এর নাম শুনলাম। কম্পিউটারের সামনে বসে হঠাৎ-ই কথাটি মনে পড়ল।
CellBazaar এর সাইটটিতে ঢুকে আমার তেমন একটা খারাপ লাগলোনা।
তারপরও উপর-নিচে, ডানে-বামে ভাল করে তাকিয়ে দেখলাম কোথাও কোন স্বর্ত দেওয়া আছে কি না। কারন এটি গ্রামীণফোন এর সাইট বলে কথা।
তাই নিজে আর না এগিয়ে আপনাদের কাছে স্বরনাপর্ন হলাম।
এই সাইটটি কেমন? এবং এখানে সদস্য হওয়ার কোন অপকারিতা আছে কি না জানতে চাই।
বি:দ্র: আমার বানান জ্ঞান খুবই কম।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




