
পোস্টের শিরোনামে সামহোয়্যার ব্লগ কেন? তা বলছি পোস্টের শেষে। আগে মারিয়া নুর সম্পর্কে বলি। বলে না দিলে বা গুগল মামার সাহায্য না নিলে মারিয়ার বর্তমান বয়স কতো তা অনেকের পক্ষে বলা সম্ভব নয়। আমার ছেয়ে মাত্র ৩ বছরের ছোট হওয়ায় মানসিকতা অনেক মিল। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যবসা করার কারণে যে কজন সেলিব্রেটির সাথে আমার ইন্টারেকশন হয়েছে তার মধ্যে মারিয়া অন্যতম। ১৯৮৭ সালের ২১ শে মার্চ ঢাকা জেলায় জন্ম নেয়া মারিয়া ২০০৯ সালে রেডিও এবিসি থেকে রেডিও জকি হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করে নিজেকে একজন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনে ডিপ্লোমা করে পা বাড়ান বিনোদন জগতে। এফ এম রেডিও শোনেন নি এরকম লোক খুব আছেন । মোবাইলে এফ এম রেডিও যুক্ত হওয়ার পর থেকে সবাই কম বেশী এফ এম শুনত। বর্তমানে কিছুটা কম হলেও একসময় রেডিও জকিরা শ্রোতাদের ভীষণ প্রিয় ছিল। রেডিও শুনতে শুনতে রেডিও জোকির প্রেমে পড়েছে এমন লক্ষ লক্ষ তরুণ তরুণী আছে। বাংলাদেশে জনপ্রিয় যে সব রেডিও জোকি বা আর.জে হিসেবে ক্যারিয়ার শুরু করা পরবর্তী সেলেব্রিটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে মারিয়া নূর অন্যতম। ক্রিকেট খেলা যারা দেখে বা ভালোবাসে তাদের কাছে মারিয়া নুর অতি পরিচিত নাম। বাংলাদেশ ক্রিকেট দলের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী তিনি।২০১৪ সালে ওয়ার্ল্ড টি-২০ চলাকালীন সময়ে তাকে টিভিতে ক্রিকেটের অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা যায় প্রথম।ক্রিকেট ব্লাষ্ট, নিটোল টাটা আল্টিমেট ওয়ার্ল্ড-কাপ, এখানেই ডটকম প্রেজেন্টস ক্রিকেট এক্সট্রা এবং ক্রিকেট থ্রি সিক্সটি ডিগ্রি-ক্রিকেট বিষয়ক এমন বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপিকার দায়িত্ব পালন করেছেন মারিয়া। তার ক্রিকেট হোস্টিং দেখলেই বুঝা যায় একজন মেয়ে হয়েও তিনি ক্রিকেট সম্পর্কে কতটুকু অভিজ্ঞ। খ্যাতি ও জনপ্রিয়তা।৫ ফিট ৩ ইঞ্চি উচ্চতার স্লিম ফিট দারুণ স্মার্ট ও অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মারিয় নুরের টিকটকে একটি নজর কাড়া ক্রিয়েটিভটি দেখুন এখান থেকে ।
ইমরান মাহমুদুল এর শুধু তোমায় ঘিরে গানের মিউজিক ভিডিও তে অসাধারণ মডেলিং করেছেন মারিয়া নুর যা ২০১৯ সালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন মারিয়া নুর। ২০২০ সালে তাহসানের সাথে অভিনয় করা ভ্যালেন্টিন'স ডে নাটকটি দেখলে আপনি নস্টালজিক হবেন হয়তো।
ওয়েস্টার্ন পোশাকে দেখতে লাবণ্যময়ী মারিয়া নূরের 'ওয়েস্টার্ন পরা মানেই; বাংলাদেশ তো মন থেকে চলে যাচ্ছে না' শিরোনামে একটা অসম্ভব সুন্দর ইন্টার্ভিউ দেখুন ।
২০২১ সালে মারিনা নুর করোনা টিকা নেয়ার সময় ফেসবুকে ছবি পোস্ট করে কিছু সমালোচনার সম্মুখীন হলেও বিগত ১৪ বছরে কোন স্ক্যান্ডেলে জড়াননি যা সত্যি প্রশংসনীয়। কিছুদিন আগে মুক্তি পাওয়া মুস্তফা সরওয়ার ফারুকীর "লেডিস এন্ড জেনেটেলম্যান ওয়েব সিরিজে" অভিনয় করেন মারিয়া নূর ।
এবার আসি সামু ব্লগ ও মারিয়া প্রসঙ্গে । গেলো বছর আমার ম্যাগাজিন " স্পেলবাউন্ড" এর কাভার মডেল ছিল মারিয়া। শুটের দিন তার সাথে আড্ডা দিতে দিতে সামুর হোম পেজ ভিজিট করতেছিলাম। তিনি হঠাত পাশ থেকে বলে উঠেন আপনি সামুতে লিখেন ? আমি বলি না কিন্তু সামুতে পোস্টে পড়তে যাই ও নিজের একটা নিক আছে বিগত ৫ বছর ধরে। জানলাম তিনি আমাদের সম্মানিত " জানা ম্যাম ও অরিল ভাই কে চিনেন, তারা নরওয়ে থাকেন সেটাও তিনি জানে মারিয়ার চোখে ছিল তাদের প্রতি সম্মান ও ভালোবাসা। মারিয়া সামহোয়ারইনের একজন অনিয়মিত ও নীরব পাঠক।

সামুর ব্লগারদের সুবিধার্থে ম্যাগাজিনটির ছবি যুক্ত করা হলো। কেউ এই ম্যগাজিনে লিখতে চাইলে লেখা পাঠাতে পারেন।
যাই হোক গত ২১ শে মার্চ ছিল মারিয়ার জন্মদিন । কিছুদিনের মধ্যেই তার সন্তান পৃথিবীতে অতিথি হয়ে আসবে। মারিয়াকে জানাই জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা ও মা হওয়ার জন্য অভিনন্দন। আমার ম্যাগাজিনের জন্য মারিয়ার করা শুটটি আর টি ভির লুক এড মি তে প্রচারিত হয়। কেউ চাইলে দেখতে পারেন এখান থেকে ।
পোস্টে ব্যবহৃত মারিয়ার ছবিগুলো আমার ব্যাক্তিগত।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




