নোটঃ পোস্টটি শুধু মাত্র ইসলাম ধর্মে বিশ্বসীদের জন্য।
সাধারণ মানুষ খারাপ মানুষ দের সাধারণত কুকুরের সাথে তুলনা করে। এটা ঠিক নয়। অনেক মানুষ কুকুরের চেয়েও জঘন্য খারাপ। কুকুরের শুধু ১ টা খারাপ গুণ আছে। তা হলো এক কুকুর অন্য কুকুরের খাবার সহ্য করতে পারেনা। এটা ছাড়া কুকুরের আর কোন খারাপ গুণ আপনি পাবেন না।
অথচ অপরকে হিংসা করার ক্ষেত্রে মানুষ বহু আগেই কুকুরকেও ছাড়িয়ে গেসে। শুধু হিংসা পরায়ণ হয়ে মানুষ মানুষের সাথে এতো নোংরা ভাবে শত্রুতামী করে যে, তা দেখে স্বয়ং শয়তান পর্যন্ত লজ্জা পায়।
মানুষ এতো বেশী হিংসাপরায়ণ যে কারো ভালো হতে দেখলেই গা জ্বলে এবং শত্রুতামি শুরু করে। কারো ভালো কিছু অর্জন সহ্যই করতে পারেনা। ফলে পেছনে লেগে শত্রুতামি করে মানুষকে কষ্ট দেয়। ক্ষতি করে।অন্যের সুখ ও ভালো কিছু সহ্য করার জন্য একটা সুন্দর মন দরকার হয় যেটা এদের নাই।
এদের শত্রুতামি থেকে নিজেকে হেফাজত করে তাদের ব্যার্থ করে দেয়ার সেরা কুরআনি আমলঃ
সুরা আল ইমরানের ১৭৩ নাম্বার আয়াতঃ "হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল- আমার অবিভাবক আল্লাহ" প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর ১০০ বার করে পড়ুন। আশা করা যায় ১৫ থেকে ২১ দিনের মধ্যে শত্রু শাস্তি পাবে। শত্রু এমন বিপদে পড়বে "শত্রুতামি করা তো দূরের কথা শত্রুতামি করার চিন্তা মাথায় পর্যন্ত আসবেনা। "
বিশ্বাসীরা শতভাগ নিশ্চিত থাকতে পারেন শত্রুর এমন পরিণতি হবে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হব। ইগোর কারণে ক্ষমা না চায়লে এতো ভয়ংকর শাস্তি পাবে যে ভিষণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




