
এই ভদ্রমহিলার নাম মরিয়ম নেওয়াজ। পাকিস্তান মুসলীম লীগের বর্তমান ভাইস প্রেসিডন্ট।
মরিয়ম সব সময় ইমরান খানের সমালোচনা করেন। তাই গতকাল ইমরান খান তাকে উদ্দেশ্য করে বলেনঃ। “মরিয়াম, আমার নাম বেশি বেশি নিলে তোমার স্বামীর মন খারাপ হতে পারে”
আজকাল আমার নামেও দেখি কিছু লোক দিনে ৩ বেলা তজবি জপছে। আমার অপরাধ আমি চাঁদগাজী আর রাজীব কে পছন্দ করি।
রাজীবের কপি পেস্ট আমি সমর্থন করিনা। অনেকবার বলছি। তাই বলে কি তারে ঘৃণা করব। চাঁদগাজীর কিছু মন্তব্যের ব্যাপারে আমিও একমত তার সংশোধন করা দরকার। তাই বলে তারে ঘৃণা করবো। তাদের ব্লগে লেখা বন্ধ করে উঠে পড়ে লাগবো?
না ভাই। এগুলো পারবোনা। হিংসা ঘৃণা বিদ্বেষ এগুলো আমার পাঠ্যপুস্তকে কখনো অন্তর্ভুক্ত ছিলোনা।থাকবেওনা।
" পাপপে ঘৃণা করুন পাপীকে নয় " "হিংসা কবীরা গুনাহ, এটা অন্তরকে এমন ভাবে পূঁড়ায় রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়"
আত্নতৃপ্তির জন্য হিংসামুক্ত হওয়ার বিকল্প নেই।
আর আমি জামাত শিবির কর্তৃক অনেক নির্যাতিত। তাই এদের দিকে আমি সবসময় ঘৃণা প্রকাশ করব। এদের তোমাদের জ্বললে আমার কিছু করার নেই।
ছবি সুত্র মুত্রঃ ফেসবুক।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২২ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



