somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ গোফরান
জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

ঈদ স্পেশালঃ ‘চোখের বোরখা নামিয়ে দেখ জোছনার গালিচা, ঘর ছেড়ে তুমি বাইরে এসো, চেয়ে দেখ রংধনু চেয়ে দেখ সাতরং ’

০৯ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি ফ্রেন্ড সার্কেল একই বিশ্ববিদ্যালয়ের ৫ বন্ধু পলাশ, সাফা , ইভানা, সাব্বির ও পাভেল চট্টগ্রামের কাপ্তাইতে একটি ট্যুরে ঘুরতে যায়। সবাই বন্ধু হলেও ইভানা পলাশ কে ভালোবাসে।ইভানা পলাশকে অনেক ভাবে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু পলাশ এভয়েড করে কারণ তার ধারণা তাদের মধ্যে রিলেশন হলে তাদের সার্কেলের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। অপরদিকে সাব্বির সারাক্ষণ পিনিক থাকে আর চিল করে যেমন প্রত্যেক ফ্রেন্ড সার্কেলেই একজন থাকে, যে ভেজা শুকনো ঠুকনো খায়, সে প্যারা-হীন চিল জীবন ভালোবাসে। পাভেল একটু আত্ম ভুলা টাইপ। ট্রিপে বাসা থেকে বাথরুম করে আসেনি। পুরা পথ সে বাথরুম চেপে রাখে, কোন কিছুতে নায় শুধু বন্ধুদের সময় দেয়। আর সাফার সাথে এক বিরাট ধনি লোকের সাথে এনগেজমেন্ট হয়ে যায়।ইভানা আর পলাশের কিউট খুনসুটি দেখে সাফার প্রচণ্ড খারাপ লাগে।তার নিজের রিলেশন এতো সুইট না ।
একদিন সবাই মিলে বোটে করে ঘুরতে যায়। বোট চলতে চলতে গানের সাথে সবাই নাচ করে। সারাদিন মজা করে অনেক। লাঞ্চ টাইমে সাফা ফোন চেক করে দেখে মেসেঞ্জারে একটা মেসেজ-
R U safe ?
Ki korteso tmi?
Phn dhortesona keno?
Amake rekhe chele friend der shathe moja korteso?
Tomar moto meyeke dhore thaprano uchit.
I am going to block u r8 now
Fu**k U
এই মেসেজ গুলো দেখে সাফা প্রচণ্ড রেগে যায় । কান্না করে। ছোট লোক টাকে ছোট লোক বলে বকা দেয়? আমার মা –বাবা কোন দিন আমাকে গালি দেয় নি তুই দিচ্ছিস? তুই আমার সাথে কি ব্রেক আপ করবি। আমি তোর সাথে ব্রেক আপ করলাম। বলে ছোট লোকটাকে ব্লক করে দিল। পেছনে ফিরে দেখে অন্য বন্ধুরা ওর দিকে তাকিয়ে আছে।

১ দিন ছিল পলাশের জন্ম দিন। তাই অন্য বন্ধুরা প্ল্যান করে সারাদিন চিল করার পর পলাশকে রাত ১২ টার পর সারপ্রাইজ দিবে। পরিকল্পনা অনুযায়ী রাত ১২ টায় বাকি ৪ জন কোথাও লুকিয়ে থাকে আর পলাশ তাদের খোজে । ১২.০১ মিনিটে সবাই হ্যাপি বার্থ ডে বলে ওকে উইশ করলে বলে সারপ্রাইজড হইনি। ১ মিনিট পর ইভানা কালো শাড়ি পড়ে বার্থডে কেক নিয়ে এলে সে এবার সত্যি সারপ্রাজড হয়। বার্থডে উপলক্ষে একটু ড্রিংকস এর ব্যবস্থা হয়। সাব্বির ছাড়া বাকি ৪ জন কোনদিন এসব খায়নি। এই প্রথম সবাই এক প্যাক করে খেল বাকি পুরা বোতল সাব্বির। ইভানা আর পাভেল খেয়ে প্রচুর বমি করে। ইভানাকে মাথায় পানি টানি দিয়ে রিলাক্স নরমাল করে পলাশ এই সময় ইভানা ওকে জড়িয়ে ধরলে পলাশ শাউট করে। এর পরের দিন অন্য বন্ধুরা তাকে বুঝায় ইভানা ওকে ট্রুলি লাভ করে।
সকাল হলে পলাশ ইভানা কে খুঁজতে গিয়ে দেখে লেকের ধারে মন খারাপ করে বসে আছে। পাশে গিয়ে বসে পলাশ। এই সময় ইভানার মেসেঞ্জারে ২ টা মেসেজ আছে তাকে পছন্দ করে এরকম একটা ছেলে গুড মর্নিং টেক্সট করছে যে অনেক দিন ধরে টেক্সট করে আসছে কিন্তু ইভানা রিপ্লাই দেয়না। এই ছেঁচড়া তোকে টেক্সট করে কেন? তোর কি? আমার অনেক কিছু? আমি তো তোকে বিরক্ত করি? এখন জেলাস হস কেন? আমি ছাড়া কেউ তোকে টেক্সট করতে পারবেনা। কেন? কারণ তোকে আমি ভালোবাসি বলে ইভানাকে প্রপোজ করে পলাস।ফ্রেন্ডসরা পেছন থেকে সব দেখে আর। এই সময় সাফা বলে আমি একটা ডিসিশন নিসি। আমি হ্যাপি না। আমি ছোট লোকটার সাথে আর সম্পর্ক রাখবোনা বলে এনগেজমেন্ট রিংটা লেকের পানিতে ছুড়ে ফেলে দেয়।

এটি বাংলা নাটক ব্যাড বাজ এর রিভিউ হলেও দেখবেন আমাদের আশে পাশে এরকম অনেক লোক আছে যারা সবকিছুতে সন্দেহ করে। সবাইকে নিজের মতো মনে করে। অনুমানের উপর ভিত্তি করে ধর্মের দোহাই দিয়ে মন গড়া সিদ্ধান্ত নিয়ে অপবাদ দেয়।তাদের নিজের মতো না চললে গালি দেয়। ভিডিও করে পুরা রুম দেখানোর পরেও সন্দেহ করে মনে করে মিথ্যা কথা বলছে। অন্যের কথা শোনে মানুষকে তার সত্য মিথ্যা যাচাই না করেই তা স্প্রেড করে।

এদের সম্পর্কে রাসুল সঃ কি বলছে আসুন দেখি-রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ শোনা কথা প্রচার করা একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।- (আবু দাউদ, হাদিস : ৪৯৯২) ’। কেউ তাদের মন মত করে চলেনা বলে বা মতের অমিল হলে, তাকে প্রমান ছাড়া বিশ্রী অপবাদ দেয়। তাদের সম্পর্কে সুরা নূরের ২৩ নাম্বার আয়াতে আল্লাহ বলেন- ‘নিশ্চয়ই যারা সচ্চরিত্রবান সরলমনা নারীদের ব্যভিচারের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য (আখিরাতে) আছে মহাশাস্তি। ’ পবিত্র কোরআনে মহান আল্লাহ আরও বলেন, ‘হে মুমিনরা, তোমরা বেশি অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না- ’ (সুরা হুজরাত, আয়াত : ১২)। এদের দল না করেও যে ইসলাম সম্পর্কে জানা যায় বুঝা যায় মানা এরা তা মানতেই চায়না।

শুধু ছেলে যে ছোট লোক তা নয় অনেক মেয়ে ছোটলোকও আছে স্বভাবে একই। দুর্ভাগ্য আমাদের দেশের অনেক মেয়ে সাফার মতো ব্যক্তিত্ববান না যারা হ্যাপিনেস কে টাকার চেয়েও বেশী গুরুত্ব দেয়।মনে হ্যাপিনেসই যদি না থাকে, টাকা দিয়ে কিছু হবে?একজন মানুষ কতোটা ক্লাস-লেস হলে গালি দেয়? কেমনে এসব ক্লাস লেসের সাথে মানুষ প্রেম ট্রেম করে বুঝি না। ছোট লোকী স্বভাব বাদ দিন। না হলে স্ত্রী/জি এফ ব্যক্তিত্ব-বান ও ক্লাসি হলে সে নিশ্চিত ব্রেক আপ করবে।

ব্যাড বাজ নাটকের ট্রেইলার টি নীচে দেয়া হলো দেখতে পারেন।


ছবি সাফা কবিরের ইনস্টাগ্রাম থেকে।

সবাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সকলের উপর শান্তি বর্ষিত হোক।


বিঃ দ্রঃ
১)এই পোস্টের সাথে ব্লগের কারো কোন সম্পর্ক নেই।
২)আয়াত ও হাদীস গুলো গুগস সার্চ করে সংগ্রহ করা হয়েছে।
৩) শিরোনাম জেমসে দুঃখিনী দু;খ করোনা গান থেকে।
৪) নাটকের রিভিউ এর মধ্যে ধর্ম আনার কারণ হলো,যারা নিজেদের ছাড়া সবাইকে নাস্তিক মনে করে তাদের বুঝানো আমি নাস্তিক নই। ট্যাগ , টার্গেট ও গালি গালাজ থেকে নিজেকে মুক্ত রাখতে আর কোন উপায় নাই।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোর কথা তুই লিখে সত‍্যতা প্রমান কর।

লিখেছেন ক্লোন রাফা, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪১



ব্লগ মনে হয় কারো কারো বাপ দাদার জমিদারি হয়ে গেছে। সব পোস্ট দালাল , রাজাকার, জঙ্গিদের অথবা লালবদরদের স্বপক্ষে হোতে হবে। সত‍্যের আগমনে মিথ্যা বিস্মৃতির অবসান হয় ।আদর্শের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে গুমের ঘটনা: শেখ হাসিনার শাসনকালের একটি কালো অধ্যায়

লিখেছেন নতুন নকিব, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯

বাংলাদেশে গুমের ঘটনা: শেখ হাসিনার শাসনকালের একটি কালো অধ্যায়

গুমের শিকার ব্যক্তিদের অতি ক্ষুদ্র কক্ষের ছবিটি বিবিসি ডটকম থেকে নেওয়া।

পরিচিতি

বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৪ সাল... ...বাকিটুকু পড়ুন

বিএনপি'র লাখ লাখ কর্মী অপেক্ষা করছে, সর্দারের ১ম নতুন ডাকাতীর খবরের জন্য।

লিখেছেন জেন একাত্তর, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩১



আওয়ামী লীগের সময়, যারা ১৭ বছর ডাকাতী করে যা জমায়েছিলো, বিএনপি'র কয়েক লাখ লোজজন তাদের থেকে একটা বড় অংশ ছিনিয়ে নিয়েছে; সেই প্রসেস এখনো চলছে। তবে, বস... ...বাকিটুকু পড়ুন

=জোর যার, ক্ষমতা তার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৪



কনুইয়ের গুতাতে কার, জায়গাটা দখলে
কে সে, জানো তো সকলে!
ক্ষমতার লড়াইয়ে, বল চাই-
দেহে বাপু জোর চাই
জোর যার, ক্ষমতা তার,
রাজনীতির ছল চাই।

ক্ষমতাটা নিতে চাও, জোর চাই
দেহ মাঝে বল চাই,
ধাক্কায় নির্বল, ফেলে... ...বাকিটুকু পড়ুন

ইসলামপন্থী রাজনীতির বয়ান এবং জামাতের গাজওয়াতুল হিন্দ-এর প্রস্তুতি

লিখেছেন শ্রাবণধারা, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২০


গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম হয়েও, ব্রাহ্ম সমাজের আদর্শের বিপরীতে "গোরা" নামে একটি চরিত্র তৈরি করেন। গোরা খুব কট্টরপন্থী হিন্দু যুবক। হিন্দু পরিচয়ে বড় হলেও, আসলে সে আইরিশ দম্পতির... ...বাকিটুকু পড়ুন

×