আপনি ছেলে,
আপনি বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবেন।
প্রেমিকার ভেজা চুলের ঘ্রাণে নস্টালজিক হবেন।
আপনি কুটনি মেয়েদের মত কূটনামি করবেন কেন?
আপনি মেয়ে,
আপনি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করবেন।
কাজের জায়গায় দক্ষতা দেখিয়ে,
সুন্দরিতমা হয়ে সবাইকে মাতিয়ে রাখবেন।
আপনি হিংসা করবেন কেন?
আপনি মানুষ।
আপনার ব্যাক্তিত্ব হবে অনুসরণ করার মতো।
আপনি ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে
হিংস্র জানোয়ারের রূপ ধারণ করবেন কেন?
আপনি নতুন প্রজন্ম।
বৃষ্টির দিনে
কানে হেডফোনে লাগিয়ে ফুল ভলিউমে
রবীন্দ্র সঙ্গীত শুনবেন।
আপনি সিন্ডিকেট করবেন কেন?
আপনি ইমাম, সমাজের নেতা।
আপনি মানুষ কে আলোর পথ দেখাবেন।
হক কথা বলবেন।
আপনি বিজ্ঞানীর ভান ধরবেন কেন?
আপনি তরুণ অথবা তরুণী।
হাতে থাকবে এক গুচ্ছ ভালোবাসার লাল গোলাপ।
গালে লাল সবুজের পতাকা এঁকে
গ্যালারি তে বসে
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বলে
চিতকার করবেন।
আপনি ভারত পাকিস্তানের দালালী করবেন কেন?
আপনি ব্লগার।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের মধ্যে অন্যতম।
আপনি দেশ ও মানুষের জন্য লিখবেন।
অন্যায়ের প্রতিবাদ করবেন।
আপনার লেখায় কেঁপে উঠবে দেশদ্রোহী দূর্নীতিবাজ।
আপনি দককানা হবেন কেন?
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২২ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




