
জয়া আপুর ছবিটি গুরু জেমস তুলসেন।
পোস্টে মাল্টি, ছাইয়া, কাঠমোল্লা, গালিবাজ, ট্যাগবাজ, অপ্রাসঙ্গিক মন্তব্য কারী আসা মাত্র কানে ধরে ব্লগের বাইরে রেখে আসা হবে।
বিটিপি ও আরেকটা মাল্টির অপ্রাসঙ্গিক মন্তব্য ডিলিট করা হল পোস্ট থেকে।
একটি দেশে অনেকজন সেলিব্রিটি থাকেন। যেমন আমাদের দেশে ব্যান্ড গানের জগতে দুই কিংবদন্তী ব্যান্ড তারকা নগর বাউল জেমস ও প্রয়াত আইয়ুব বাচ্চু। একজন অন্যজন এর সাথে কখনো ঝগড়া ঝামেলা খোচাখোচি করেনি। তখনতো অনেক কনসার্ট হতো। এখন কনসার্ট ধরতে গেলে হয়না। হলেও ১/২ টা। সব বড় কনসার্টে এল আর বি, নগরবাউল, মাইলস থাকত। আমি চট্টগ্রামের বড় বড় কনসার্ট গুলোতে আমি দেখসি- একজনের প্রতি অন্যজনের শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা। বাচ্চু ভাই যেদিন মারা গেসেন সেদিন জেমসের কনসার্ট ছিল। বাচ্চু ভাই এর মৃত্যু সংবাদে জেমস এতোটাই ভেঙ্গে পড়েছিল যে কনসার্টে পারফর্ম করার বিন্দু পরিমাণ মেন্টালিটি, ইন্টারেস্ট, মূড কোনটায় ছিল না। তারপরও জেমস সে কনসার্টে এটেন্ড করে। স্টেজে ওঠেই কান্নায় ভেঙ্গে পড়ে। অনেক্ষন গিটার বাজাতে বাজাতে কান্না করে। কণ্ঠ থেকে সুর বের হতে চায়না। ৫/৭ মিনিট একটানা গিটার বাজানোর পর জেমস অধির আগ্রহে অপেক্ষা করা শ্রোতা ভক্তদের উদ্দেশ্য করে বলেন - " কনসার্ট টি আইয়ুব বাচ্চু কে উৎস্বর্গ করসি।একবার কোন একটা আড্ডায় হাসতে হাসতে বাচ্চু ভাই বলেছিলেন " শো মাস্ট গো অন ' তাই এই কষ্টের দিনেও বাচ্চুর সম্মানে এই শো টা এটেন্ড করছি। " নিচে ভিডিও দেয়া আছে।ভিডিও দেখলে বুঝবেন বন্ধুত্ব কাহাকে বলে। আত্নার টান কাহারে বলে। হাউ মাউ করে শিশুদের মত কেঁদেছিল গুরু নগর বাউল জেমস।ভিষণ মুডি জেমস ওভাবে কাঁদবে কেউ কল্পনা পর্যন্ত করেনি।
শুধু মিডিয়ায় কাজ করার অপরাধে, দেশের কিছু কুকুর নোংরা গালি দিচ্ছে ব্যক্তি আক্রমণ করসে দল বেঁধে আয়োজন করে গালি দিচ্ছে। বলুন তো কাদের আগে জাহান্নামে যাওয়া উচিত? জেমসদের নাকি আমার নাকি ওদের। কারা ভণ্ড ওরা নাকি আমরা?
কিংবদন্তী ব্যান্ড তারকা নগর বাউল জেমস ২০২১ সালে দেশ সেরা এক্ট্রেস ও মডেল জয়া আহসানের ফটোশুট করেছিলেন। ফেসবুক ইনস্টাগ্রামে ছবিটা সবাই দেখেছেন। জেমস আসলে শুধু গায়ক নন, একজন ফটোগ্রাফারও। কোভিড পরিস্থিতিতে মিডিয়া যখন ঝিমিয়ে পড়ছিল দুই ভুবনের এই দুই সম্মানিত তারকা মুখ থুবড়ে পড়া মিডিয়াকে চাঙ্গা করার জন্য এই অতি প্রশংসনীয় কাজটি পরিকল্পিত ভাবে করেছিলেন। দেখুন জেমস কিন্তু সুপার ক্লাস জয়ার শ্যুট করসে। কোন ম্যাও প্যাও শ্যুট করে ক্লাস নষ্ট করেনি।
ব্লগ ফেসবুকেও অনেক(কথিত সেলিব্রিটি) আছেন, আসলে ছাইয়া মাল্টি গালিবাজ ক্যাচালবাজ ছাড়া প্রতিজন মৌলিক ব্লগারই একএকজন সেলিব্রিটি হতে পারে। যাই হোক ফেবুতে বা ব্লগে যারা লেখালেখি করার মাধ্যমে জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করে তাদের ফেবু/ব্লগ সেলিব্রিটি বলা হয়ে থাকে। জেমস ও বাচ্চু ভাই এর মত উনাদের লেখারও ফ্যান ফলোয়ার থাকবে স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যেটা চর্চা নেই সেটা একজন অন্যজনকে এপ্রিসিয়েট করা। পারষ্পরিক সম্মান বজায় তো কেউ রাখেইনা উল্টো ঘাত প্রতিঘাত করে, নোংরা গালি, ব্যক্তি আক্রমণ। একদিকে ইসলাম নিয়ে পোস্ট দিচ্ছে অন্যদিকে গালি দিচ্ছে। বি এন পি, লীগ , বাম, মুক্তমনা ফেবু ব্লগ সেলিব্রিটিরা নিজেদের মধ্যেও কিন্তু গ্রুপিং করে শুধু মতের অমিলের জন্য। আমার জানামতে আরিফ আর হোসাইন ভাই ছাড়া আর সবাই একজন আরেকজনকে সহ্যই করতে পারে না।মতের অমিল হলেই গালি ব্যক্তি আক্রমণ করে।
অথচ গানের জগতের বা মিডিয়া জগতের সেলিব্রিটিরা পড়ালেখায় ফেসবুক ব্লগ সেলিব্রিটি দের ধারে কাছেও নেই। প্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ ভাই বলে ছিলেন, "আপনি - লাইট ক্যামেরা একশান শট " জগতের মানুষ ঐগুলা নিয়ে লিখুন। আসলে ব্লগও মিডিয়া জগতের মত আমার খুবই প্রিয়। নিজের লেখালেখির প্রিয় প্ল্যাটফর্মে নিজের মিডিয়া জগৎ এর অভিজ্ঞতা স্মৃতি ইত্যাদি লেখা আসলেই মজার। কিন্তু এটা করলে এখানে গালি খেতে হচ্ছে। শুধু পোস্টে কিছু ছবি ব্যবহার করি বলে এখানে নোংরা গালি দেয়, ট্যাগ দেয়। এগুলো লিখে গালি কে শোনবে?
কেন আমরা অন্যের ব্লগিয় অধিকার ও স্বাধীন মত প্রকাশের ব্যাপারে নির্লজ্জ নাকটা গলায়? এটা তো একটা নিরপেক্ষ ব্লগ।
পোস্ট উৎস্বর্গঃ সামুর সে সব ব্লগার যারা জীবনেও কাউকে গালি দেন নি ও ব্যক্তি আক্রমণ করেন নি।
জেমসের সে কনসার্টের ভিডিও দেখুন।
প্রথমেই শুরু করেছিলেনঃ
"কবিতা তুমি স্বপ্নচারীনী খবর নিওনা"। কান্নার জন্য সুর পর্যন্ত আটকে গেসিল।
যে অবস্থা দেখছি মিডিয়া জগৎ ব্লগ জগতের চেয়ে ২০০০০০০ গুণ ভালো।ওখানে শ্যুটিং এর সময়, শ্যুট এর সময়, গান রেকর্ডের সময় ব্যক্তি আক্রমণ গালাগালি করা মাত্র কাজ থেকে বের করে দেয়া হয়। ওখানে আইয়ুব বাচ্চুর জন্য জেমস কান্না করতে করতে মরে যায়।জয়া আহসান রাস্তার কুকুর গুলো কে খাবার খাওয়ায়। ফেসবুকে তো ছাগুদের ভিন্ন মতের মানুষদের কিভাবে মেরে ফেলবে শুধু সে চিন্তা। স্রষ্টার সৃষ্টিকে গালি দিয়ে স্রষ্টা কে অপমান যারা করে ওরা কি মানুষ?
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



