
বিঃদ্রঃ অপ্রাসঙ্গিক, ব্যক্তি আক্রমণ, নোংরা মন্তব্য মুছে দেয়া হবে।
কিছু লোক আছে যাদের হিংসা নিন্দা ঘৃণা মিথ্যা,বিবাদ, ফেতনা ফ্যাসাদ দেখে স্বয়ং শয়তান লজ্জা পায়। শয়তান আল্লাহকে হয়তো বলে, "হে আল্লাহ! লুক এট ইউর বেস্ট ক্রিয়েশন, ওরা আমাকেও হার মানায়, আপনি এদের পিতা কে সেজদা না করায় আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন।আমি শুধু আপনাকে অহংকার দেখাইছি,এতেই আমাকে এত বড় শাস্তি দিলেন,অথচ এরা এমন কোন নোংরামি নেই করেনা"
এরা অকর্মন্য, বেকার, ইতর শ্রেণীর লোক। এরা সুখি,সফল,শ্রেষ্ঠ লোকেদের সাফল্য দেখে এতোই ঈর্ষান্বিত হয় যে, কারো ক্ষতি করতে না পারলে, অন্যেকে কটাক্ষ করতে না পারলে রাতে শান্তিতে ঘুমাতে পারেনা ফলে উক্ত সফল ও শ্রেষ্ঠ মানুষ গুলোর আরামের ঘুম হারাম করে দেয়ার জন্য উঠে পড়ে লাগে, এরা আসলে এক প্রকার সাইকো। অন্যের সুখ দেখতে পারেনা।
এরা দল বেঁধে একজোট হয়ে উঠেপড়ে লাগে কিভাবে সফলদের ক্ষতি করা যায় তার জন্যে। এদের এড়িয়ে যেতে হবে কারণঃ
১) এদের উদ্দেশ্য আপনার সকালের অফিসে দেরি করে দেয়া।
২) আপনার ব্যবসায় মনযোগ না দিয়ে যেন ক্যাচালে মেতে থাকেন।
৩) আপনার ঘুম নষ্ট করে শারিরীক ভাবে অসুস্থ করে দেয়া।
৪) আপনাকে বিষন্নতায় ভোগানো।
৫) আপনি কাজ ফেলে ক্যাচালে কনসেনট্রেশান দিচ্ছেন। ফলে আর্থিক ক্ষতি হচ্ছে।
৬) টেকনিকালি আপনার ব্রেনকে উত্তেজিত করে দিচ্ছে যেন আপনি রেগে গিয়ে হেরে যান। এবং এদের লেভেলে নেমে যান।
এরা সাইকো, যা হিংসুক নিন্দুকেরা খেলে থাকে। আপনার পেছনে এরা লাগে এই কারণে নয় যে আপনি এদের কোন ক্ষতি করেছেন, আপনার সুন্দর মেয়ে/ছেলে বন্ধু আছে এটাই হিংসার কারণ, আপনি ভালো ছবি তুলতে পারেন সে পারেনা, আপনি সত্যবাদী ফলে আপনি যাই বলেন লোকে বিশ্বাস করে কিন্তু লাগাতর মিথ্যা বলার কারণে ওদের ২ পয়সারও বিশ্বাস করেনা, আপনি ৭ টাকা দামের চা খেয়ে যত সুন্দর ভাবে উপস্থাপন করতে সে অমৃত খেয়েও তা পারেনা, আপনার স্ত্রী সুন্দর দেখতে সে ক্ষেত, আপনার সুন্দর জুতা আছে ওর নাই, আপনার সুন্দর চুল আছে ওর নাই, লোকে আপনাকে এটেনশন দেয় ওদের পাত্তাই দেয়না। এমন শত শত কারণ।
এদের ইগনোর করতে পারার মতো স্মার্টনেস আর কিছু নেই। এসব নোংরাদের ইগনোর করুন আর স্মার্ট হয়ে যান।আর যদি আপনি এদের সাথে যুক্ত হয়ে উলঙ্গ হয়ে যান, আপনিও ওদের মতো অন্যের ক্ষতি করতে পেরে পৈশাচিক আনন্দ লাভ করেন, তবে আপনার মতো ক্ষেত পৃথিবীতে আর নেই।

ছবি- গুগল থেকে ডাউনলোড করা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




