
মানুষ আসলে ৩ কারণে আপনাকে হিংস করেঃ
১) আপনার যা আছে তা তার নাই।
২) সে আপনার মতো হতে চায় পারেনা।
৩) আপনার লাইফ স্টাইল টা তার কাছে স্বপ্নের মতো। সে কখনো আপনার মতো হতে পারবেনা। তাই হিংসা করে।
মানুষ কেন হিংসা করে? হিংসুকরা আসলে মানসিক রোগী। এদের জন্য করুণা হয়।
আমাদের সমাজে এরকম অনেক সাইকো আছে যারা বিনা কারণে মানুষকে হিংসা করে। আপনার একটা সুন্দর বাইক আছে হেতের নাই , আপসারাফ হিংসা করবে, আমাদের গ্রামে এক হিংসুক পুকুরে বিষ দিয়ে হিংসা থেকে মাছ মেরে ফেলেছিল। শুধু হিংসা থেকে মানুষ কতো নীচে নামতে পারে তার প্রমাণ পেতে বেশীদূর যেতে হবেনা। আশে পাশেই দেখতে পারবেন।
হিংসা একটি মারাত্নক মানসিক রোগ, সামাজিক ব্যাধি, ও সকল ধর্ম মতে পাপ কার্য । আসুন সবাই মন থেকে হিংসা মুছে ফেলে মানুষের মতো আচরণ করি। আপনাকে কেউ হিংসা করলে করতে দিন, কারণ আপনার যে গুণ আছে তা তার নাই বলেই কিন্তু সে হিংসা করছে এটা এখন ক্লাস ২ এর বাচ্চারাও বুঝে। হিংসা মানুষের ভালো কাজ নষ্ট করে। আমরা যাদের হিংসা করি তাদের সুখের চেয়ে আমাদের হিংসা সবসময় দীর্ঘস্থায়ী।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



