
জীবনকে জটিল করে কোন লাভ নেই। একা একা ও সিম্পল থাকাই ভালো। যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস থাকে তবে দিনে ৫ বার নামাজ পড়া, সারাদিন অফিসে/ব্যবসা প্রতিষ্ঠানে নিজের দায়িত্বটুক ঠিকঠাক ভাবে পালন করা, নিজস্ব রেসপনসিবিলিটি ফুলফিল করা, হালাল রোজগার করা, পরিবার নিয়ে সম্মানের সাথে সারভাইব করা।এই তো। উচ্চ বিলাসিতা বাদ দিয়ে অভাব, ক্রাইসিজ, টেনশান ফ্রী থাকা।
যত প্রাচুর্য তত টেনশান। স্টাটাস/ক্লাস মেন্টেন করার টেনশন, প্রেজেন্ট ফ্যাশন ট্রেন্ড মেন্টেন করার টেনশন, ল্যাটেস্ট ফোন, ল্যাটেস্ট গাড়ি, মডার্ণ এপার্টমেন্ট মেন্টেন করার টেনশান। হুদাই এতো প্যারা নিয়ে কি লাভ?
ক্রাইসিজ এর সময় মোস্ট অফ দ্যা জি এফ বেটার অপশান বেছে নিবে। সৌন্দর্য ও স্মার্টনেস হ্রাস পেলে বিএফ অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হবে।ক্রাইসিজ এর সময় দুনিয়ার সবাই স্বার্থপর এর মতো নির্বাচন করবে।আপনার ফিনানশিয়াল কন্ডিশন দিয়ে আপনাকে মূল্যায়ন করবে।
বাংলাদেশের সব মসজিদ কমিটির লোকজন দেখবেন সমাজের বিত্তবান লোকজন। প্রকৃত নামাজিরা শুক্রবারে ১ম কাতারে জায়গা টুকুও পায়না। ইমাম সাহেব টাকার বিনিময়ে বিত্তবান দের নাম ধরে ধরে দোয়া করবে।
একা ও সিম্পল থাকাই বেটার। বিশেষ করে একা থাকলে অনেক ভাল থাকা যায়। যেমন:
১) গীবত করতে হয়না।
২) মিথ্যা বলতে হয়না।
৩) স্ট্যাটাস/ক্লাস মেন্টেন করার প্রয়োজন পড়েনা।
৪) হাউকাউ ও ম্যাওপ্যাও করতে হয়না।
৫) তুলনা মূলক অনেক রিলাক্স থাকা যায়।
৬) ব্রেন কুল থাকে।
৭) কারও সাথে ঝগড়া হয়না।
৮) ফেতনা ফ্যাসাদ মুক্ত থাকা যায়।
৯) পরিবারকে বেশী সময় দেয়া যায়।
১০) ভেজাল মুক্ত থাকা যায়।
১১) সুখে থাকা যায়।
১২) অসুখী থেকেও ভালো থাকার অভিনয় করতে হয়না।
এরকম শত শত উপকার আছে। শুধু ১২ টা উদাহরণ দিলাম।তাই একা থাকুন। সুখে থাকুন। ভালো থাকুন।কোরানেও নাকি আছে সৃষ্টিকর্তা যদি কাউকে ভালোবাসেন তবে তাকে একা করে দেন যেন সে প্রার্থনায় কনসেন্ট্রেট করতে পারে।আর যার উপর বিরক্ত তাদে কর্মব্যস্ততা টেনশান ইত্যাদিতে এমন ভাবে নিমজ্জিত করেন তারা ইবাদত বা নামাজ পড়ার কথাও ভুলে যায়।
একজন শিল্পী হিসেবে আমি হেনরি মিলারের এই কোটটির সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি।
"An artist is always alone - if he is an artist. No, what the artist needs is loneliness.
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


