
আমরা মানুষ। আমাদের শতভাগ পারফেক্ট করে বানানো হয়নি। শতভাগ পারফেক্ট হলে আমরা নিজেকে ইশ্বর মনে করতাম। একজন মানুষ মাত্রই ভুল করবে। জীবনে কিছু মানুষের সাথে ভুল বুঝাবুঝি হবে, কারও কারও সাথে সম্পর্ক গুলো গভীর থেকে গভীরতম হবে। কারও সাথে কারও ভালোবাসাবাসি হবে, ব্রেক আপ হবে, ১০০ টা কমিটমেন্ট এর মধ্যে ১০/১২ কমিটমেন্ট ব্রেক করতেই হবে, অভাবের তাড়নায় ভালোবাসার সম্পর্ক গুলো জানালা দিয়ে পালাবে। সামান্য স্বার্থে আঘাত আসলে নিজের অতি আপনজনও বিশ্বাসঘাতকতা করবে।জীবনে খারাপ ও ভালো সময় আসবে। খারাপ সময় আসে মুখোস ধারী বন্ধুদের মুখোশ উম্মোচন করার জন্য। খারাপ সময়ে মুখোশধারীদের আসল রূপ বেরিয়ে আসবে। সবার ব্যক্তিগত জীবন থাকবে। কখনো কখনো চাকুরীচ্যুত হতে হবে, ব্যাবসা প্রতিষ্ঠানের প্রচন্ড ক্ষতি হবে, লেনা দেনা থাকবে, সুখ দু:খ বিপদ আপদ থাকবে। শত্রু মিত্র থাকবে।মারামারি কাটাকাটি হবে। আপনাকে কারও প্রয়োজন হবে কারও হবেনা। নিজে শত শত ভন্ডামি করে আরেকজনকে ভন্ড ডাকবে। এগুলো মানুষের বৈশিষ্ট্য। কেউ এগুলোর উর্ধে নয়। কেউ যদি বলে তাকে জীবনে কোনদিন মিথ্যা বলতে হয়নি, কমিটমেন্ট ব্রেক করতে হয়নি,কোনদিন খারাপ সময় যায়নি সে আসলে মিথ্যাবাদী ভণ্ড ও প্রতারক।

আমাদের অধিকাংশই যে ভুলটা করি তা হলো মানুষকে বেশী পাত্তা দেই। কে কি বলছে এগুলো নিয়ে দু:শ্চিন্তাই থাকি।দেখতে অসুন্দর/কালো/বেটে হলে, খারাপ সময় গেলে হীণমন্যতাই ভোগী। ভাই আপনি যেরকম আছেন সেরকই থাকা উচিৎ।আল্লাহ আপনাকে সুন্দর ভাবেই বানিয়েছেন। ভালোবাসার মানুষ ছাড়া নিজেকে কারও জন্য পরিবর্তন করা ঠিক না। যে আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনি যেমনিই হউন না কেন তা তার জন্য কোন ব্যাপারই না।আপনি স্বভাবে যেরকম ওরকমেই সে ভালোবাসবে।আপনি লুংগি পড়তে কমফোর্ট ফীল করেন লুংগিই পড়বেন কে কি মনে করছে, কি ভাবছে, আপনার পেছনে কি গীবত করছে, আপনার দুর্বল জায়গাত আঘাত করে দু:সময়ে কথার ছুরি দিয়ে কে আপনাকে রক্তাক্ত করছে পাত্তা না দেয়ার মতো স্মার্টনেস পৃথিবীতে আর কিছু নেই। কখনোই কারও কাছে নিজেকে ব্যাখ্যা করবেন না।যে আপনাকে ভালোবাসে তার ব্যাখ্যার প্রয়োজন নেই। সে এমনিই আপনাকে ভালোবাসবে। সে ভালোবাসেনা সে আপনার কথা বিশ্বাস করবেনা। তাই এদের পাত্তাই দিবেন না।

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



