
আমার একটা স্বভাব হচ্ছে যাকে আমার ভালো লাগে সে আমার নিজস্ব পৃথিবীর একজন হয়ে যায়। পরিবারের বাইরে আমি যে মানুষটির সাথে স্পেশাল ওকেশন সেলিব্রেট করি তার এবারের বৈশাখের সাঁজটি পোস্টে শেয়ার করা হলো। হয়তো আমার বেস্ট ফ্রেন্ড বলে আমার মনে হয় শহরের সবচেয়ে সুন্দর মেয়ে। যেকোন সাঁজে যেকোনো পার্টিতে ও না থাকলে আমি উপভোগ করিনা। ঠিক জমে ওঠেনা।
কথায় আছে - "The only true luxury is spending special occasions with dear ones "
কথাটা আসলেই সত্যি। প্রিয় মানুষ গুলোর সাথে ঈদের মতো বিশেষ উৎসবে কাটানো সময় গুলোর মতো কোয়ালিটি টাইম স্পেন্ড আর হতে পারেনা। আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য প্রেমিকাকে নিয়ে লঙ ড্রাইভে যাই, পরিবার নিয়ে ট্যুরে যাই। এক বড় ভাই তার মা-বাবাকে মক্ষায় নিয়ে গেসেন ওমরা করানোর জন্য।
ঈদের অসম্ভব সুন্দর দৃশ্য গুলোর মধ্যে একটি হলো - জামাই ঈদের জামাত পড়তে যান। বউ এর মধ্যে গোসল করে সুন্দর করে সেঁজে জামাই এর জন্য অপেক্ষা করেন। জামাই আসার পর সালাম করে। সালামি পায়। জামাই ভালোবাসায় সিক্ত হয়ে বউকে জড়িয়ে ধরেন। কপালে চুমু দেন। এক সাথে ঈদের স্পেশাল ডিস উপভোগ্য করেন। অতিথি বরণ করেন। সব গুলো মুখ হাসি হাসি। হয়তো বুকের মধ্যে অনেক কষ্ট লুকানো। সবাইল কিছুক্ষণের জন্য সেসব কষ্ট ভুলে যান।

যারা প্রেম করে তাদের ঈদের সন্ধ্যা কাটে প্রেমিকার সাথে। গ্রামে হয়তো চক্ষু লজ্জার কারণে এখনও শহরের মতো প্রেমিক প্রেমিকা দেখা করেনা। কিন্তু শহরের খুব কমন দৃশ্য এটি। ঈদের সাঁজে সন্ধ্যায় রেস্টুরেন্ট গুলোতে কপোত-কপোতী বসে আড্ডা দেয়, ফাঁকা শহরের নিয়ন আলো রিক্সায় গাড়িতে ঘুরে শহরের সৌন্দর্য উপভোগ করে, প্রেমিকা তার প্রেমিকের কাঁধে মাথা রাখে। প্রেমিক তার প্রেমিকাকে বাসায় নামিয়ে দেয়ার সময় হাগ দেয়। মিষ্টি গালে চুমু খায়।

ঈদে সবচেয়ে ভালো লাগে প্রতিটি বাড়িতে অসম্ভব ভালো ভালো খাবার রান্না হয়। একে অপরের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যায়। টেবিল সাজানো থাকে চমৎকার সব খাবারে।
স্বামী স্ত্রীর বিষয়টি আমাদের দেশে স্বাভাবিক হলেও প্রেমিক প্রেমিকার বিষয়টি এখনো আমাদের দেশে অস্বাভাবিক। কারণ আমরা রক্ষণশীল। আমাদের সমাজ রক্ষণশীল বলেই হয়তো আমাদের প্রেম গুলো এতো সুইট। তবে দু:খজনক হলেও সত্য যে, মোহ কেটে যাওয়ার পর সম্পর্ক গুলো ভেঙে যায়। কিছু প্রেম বিয়ে পর্যন্ত গড়ালেও অধিকাংশ সংসারে শুরু হয় চরম অশান্তি।
তাই আসলে প্রেম বলে কিছু নেই। পুরাটাই মোহ। মোহ শেষ প্রেমও শেষ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



