
একজন একট্রেস কতটা হেল্পলেস ফীল করলে, অপমানিত অনুভব করলে এভাবে ক্যামেরার সামনে হু হু করে কেঁদে দেয়? অভিনেত্রী শিরিন শিলা একজন সরল মেয়ে। একজন প্রতিবন্ধী এসে তাকে বলল আমার মা নেই, আপনি আমার মায়ের মত। আপনাকে আমার ভালো লাগে। আমি একটু আপনার গাড়িতে চড়তে চায়। আমি মায়ের সাথে বসে কখনো খাইনি। মায়ের কাঁদে কখনো মাথা রাখিনি। আপনার কাঁদে মাথা রাখলে মনে হবে মা'র কাঁদে মাথা রাখছি, এসব কথা বলে শিরিন শিলার সরলতার সুযোগ নিয়ে হীণ স্বার্থ চরিতার্থ করে তবে এখানে অভিনেত্রীর কি দোষ!

একজন অভিনেত্রী ভালো মানুষী করে একটু অস্বাভাবিক বা প্রতিবন্ধী টাইপ একজনকে সরল ভাবে মায়া দেখায় আর সে পাগল ভেক ধরা বেয়াদবটা যখন অভিনেত্রীকে চুমাইয়া দেয় তখন ঐ পোলারে দুইটা থাপ্পড় দেয়া উচিৎ নয় কি? অন্যান্য নায়িকারা এসব ক্ষেত্রে অনেক অভিজ্ঞ। ফলে সতর্ক থাকে।এরকম কিছু হলে তুলকালাম হয়ে যেত। শিরিন সহজ সরল ভদ্র বলে বেয়াদব ছেলেটা মাপ চাওয়ার পর ক্ষমা করে দিয়েছে।তাকে ১০ হাজার টাকা দান করে রেস্টুরেন্টে খাওয়াতে চেয়েছে। শ্যুটিং চলাকালীন অনেক আর্টিস্ট এধরণের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অতীতে। তখন ভাইরাল করা নামক নোংরা ট্রেন্ডটি ছিলনা।
কিছু বলদ ইউটিউবার আধা পাগল সত্যের সাথে মিথ্যার মিশ্রিতকারী একটি বেয়াদব ছেলের শিরিন শিলাকে চুমু খাওয়ার ভিডিওটি এতোই নোংরা ভাবে ভাইরাল করছে, শিরিন ক্যামেরার সামনে বাচ্চাদের মত কেঁদেছে। শিরিনের কথা বলার ধরণ ও বক্তব্য বলে দিচ্ছে সে সরল।
কটা টাকা ইনকামের জন্য ইউটিউবে ভিডিও এর ভিউ বাড়ানোর জন্য উক্ত ঘটনাকে পুঁজি করে যারা আজেবাজে ভিডিও বানিয়ে শিরিনকে
অপমান করছে তাঁদের প্রতি নিন্দা জানানোর ভাষা নেই।
অনলাইনে যারা একট্রেস দের গালাগালি করে তাদের আমরা ছাগু বলি। এই ছাগু গুলো পাকিস্তান পন্থি। ফলে ছেলেদের প্রতি ওদের ফ্যান্টাসি। এবং নারীদের জেলাস করে। নারী একট্রেস দের নাম বিকৃত করে হেয় প্রতিপন্ন করে নিজেরে ছাগু হিসেবে প্রমান করে। সভ্য ভদ্র লোকজন এদের দিনরাত লাথায়, ছাগু বলে জুতা মারে। কিন্তু রাজাকার দের তো গন্ডারের চামড়া। যাদের জন্ম নিষিদ্ধ পল্লীতে তারা তো একট্রেস দের মডেলিং অভিনয় করার অপরাধে গালি দিবেই। যতই লাথি ঝাটা জুতা মারুণ ছাগুরা অনলাইনে নায়ক নায়িকাদের গালাগালি করবেই।
এই ব্যাপারে সহজ সরল ভদ্র শিক্ষিত মার্জিত অভিনেত্রী শিরিন শিলার কান্না মিশ্রিত বক্তব্যটি শুনুন:
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৩ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




