
একজন মডেল বা অভিনেত্রীরও ব্যাক্তিগত জীবন আছে। শোবিজ তারকা বলে কি তারা হ্যাংগস আউট করতে পারবেনা? রাজ সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা, তুষি নতুন প্তজন্মের তারকা।বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের।তাই তারা একটু মদ টদ খাইতেই পারে।
মেহজাবিন এবং সাফা কবিরও তো এযুগের বেশ জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। ওরা দুইজন এতো বছর কাজ করছে। এই দুইজনের নামে কোন নায়ক বা নির্মাতা সাথে আপত্তিকে কোন পরিস্থিতি ঘটেনি।
তানজিন তিশা, তুষির কোন দোষ আসলে দেখছিনা।রাজ ওদের ফ্রেন্ড। আড্ডা দিসে, মদ খাইছে, একটু পার্টি করছে। এ-যুগে খুবই নরমাল এগুলো।
তবে সুনেরাহ ও রাজ নিজেদের অপরাধ আড়াল করতে পারবেনা। বিদ্যা সিনহা মিমকে ও রাজকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাসের পর পরি রাজের মিসআন্ডাস্ট্যান্ডিং শুরু। এর পর রাজ কিছুদিন আগে পরির গায়ে হাত তুলছিল। পরি ফেসবুকে এসে কান্নাকাটি করছে। এখন আবার বলছে 'সুনেরা' ওর স্বামীকে কেড়ে নিচ্ছে। গত ১০ দিন রাজ পরির সাথে থাকেনি। সুনেরার সাথে থাকছে। যদি তাই হয়ে থাকে, এখানে প্রধান অপরাধী 'শরিফুল রাজ '। ২য় অপরাধী 'সুনেরা'। আমাদের দেশের আইন অনুযায়ী 'স্ত্রী' থাকা স্বত্বেও পরপুরুষ/পরনারীর সাথে রাত্রিযাপন দণ্ডনীয় অপরাধ '।
পরমনি যখন এরেস্ট হয়েছিল তখন পুলিশ ও র্যাব তোলপাড় করছিল। পুলিশ র্যাব এখন কই? এদের এগুলো দেখেনা? কয়েকজন মিলে ফেসবুকে কাঁদা ছুড়াছুড়ি করতে গোটা ইন্ডাস্ট্রিকে কলংকিত করছে। অথচ প্রশাসন নীরব।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৩ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




