ফেসবুক এর হোম পেজ ভিজিট করছিলাম। ভাবছিলাম ব্লগে কাঠমোল্লাদের বিরুদ্ধে আর লিখবনা। ব্লগে আমার সাথে যেকজন শত্রুতা করে তাদের মধ্যে ৩ জন ব্লগার সোনাগাজীকে পছন্দ করি বলে আর বাকি সবাই ছাগু ও কাঠমোল্লাদের বিরুদ্ধে লিখি বলে। অথচ না লিখে আমি নিরুপায়। কাঠমোল্লারা প্রতিদিন এত ভণ্ডামি ও নোংরামি করে যে, আমি এদের বিরুদ্ধে না লিখে পারিনা।
আমরা আমাদের বাচ্চাদের জন্য সামর্থ্য মত পোশাক কিনি। বাচ্চাদের টি শার্ট সুইটার, শার্ট, প্যান্টে সাধারণত কার্টুন থাকে। কারণ ডিজাইনাররা বাচ্চসদের কার্টুন পছন্দের কথা মাথায় রেখেই বাচ্চাদের ড্রেস ডিজাইন করেন।
কিন্তু কাঠমোল্লা বলদরা এখানেও হালাল হারাম ঢুকাই দিসে। বাচ্চাদের পোশাকে কার্টুন থাকলে নাকি ফেরেস্তা আসেনা। আবার তারাই বলে বাচ্চাদের সাথে ফেরেস্তা থাকে। আচ্ছা বাচ্চারা কার্টুন ওয়ালা টিশার্ট পড়ছে বলে আল্লাহ ফেরেস্তা দিয়ে তাকে প্রোটেকশন দিবেনা এটা কি সম্ভব নাকি যৌক্তিক! এটা কি আল্লাহর ৯৯ নাম এর গুণ এর মধ্যে একটি নামের সাথেও যায়?এই মৌলবাদীরা এত ভয়ংকর ভাবে আল্লাহকে উপস্থাপন করে যে, এরা আল্লাহকে রীতিমতো জালিম বানিয়ে ফেলে।
ফেসবুক থেকে পাওয়া নিচের পোস্টটি পড়ে দেখুন, কি ভয়ংকর রূপে ওরা ইসলাম ধর্মের অপব্যাখ্যা করছে -
"মুসলিম মায়েদের জন্যে একটি গুরুত্বপূর্ন ইনফরমেশন। অনেকেই আমরা হয়ত জানিনা, বা গুরুত্ব দেইনা । কিন্তু আপনার সন্তানের জন্যে এটি অনেক গুরুত্বপূর্ন।
শিশুরা পুতুল অথবা বিভিন্ন পশু পাখির আকৃতির খেলনা গিয়ে খেলে যা ইসলামে জায়েজ আছে, কারন এতে তাদের মেধার বিকাশ ঘটে। নামাজ ও ইবাদতের এর কথা চিন্তা করে বাচ্চাদের আলাদা একটা খেলার রুমের ব্যবস্থা করে দেয়া যায়। কারন আমরা জানি যে ঘরে মানুষ বা পশুপাখির মূর্তি, ছবি, পুতুল থাকে সে ঘরে নামাজ হয়না এবং ফেরেশতা প্রবেশ করেনা।
আর, খেলার ক্ষেত্রে এগুলো জায়েজ থাকলেও বাচ্চাদের জামা কাপড়, ব্যাগ, চাদর ,ডায়পার ইত্যাদিতে এগুলোর ছবি থাকলে তা পরা হারাম। বাচ্চাদের কে নানা রকম বিপদ আপদ থেকে মুক্ত রাখতে আমরা কত কিছু না করি। যেখানে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন আমাদের সবাইকে নানা রকম জানা অজানা বিপদ হতে রক্ষা করতে , সেখানে আমরা বিভিন্ন ছবি সম্বলিত জিনিস নিজেদের বাচ্চাদের কে পরিয়ে দিচ্ছি, আর অজান্তেই হয়ত ফেরেশতাদের কে দুর করে রাখছি।
যারা ইসলাম প্রাক্টিস করছেন আশাকরি তারা এ বিষয়টিতে সতর্কিত থাকবেন ।
কমেন্টে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি। যাদের বিষয়টি নিয়ে জানার আগ্রহ আছে দেখে নিতে পারেন।
আর একটি কথা, আমার জোয়াইন কে ভালোবেসে অনেকেই অনেক কিছু গিফট করেন। দয়া কে মানুষ অথবা পশুপাখি আকা আছে এমন কোন প্রোডাক্ট কেউ আমাদেরকে দিবেন না।"
কাঠমোল্লাদের এইসব বলদামি ও ছাগলামি কখন বন্ধ হবে?