
ছবি - বুবলির ফেবু ওয়াল থেকে।
নাগরিক টিভি কর্তৃক আয়োজিত এক অনুষ্টানে আমন্ত্রিত অতিথি ছিলেন 'অপু বিশ্বাস। অনুষ্ঠানে সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি ছিল " আপনি যেমন জয়ের মা তেমনি ' বীরেরও একজন মা আছেন'- আমি বুবলির কথা বলছি।" জবাবে অপু বিশ্বাস বলেন "আমি বুবলিকে ঘৃণা করি, বীরকে স্যালুট করি, সে আমারও বাচ্চা। "
দেখুন বক্তব্যে স্পষ্ট হিংসা ফুটে উঠেছে। আমরা কাউকে ঘৃণা করলে ভদ্রতার খাতিরে টেলিভিশন প্রোগ্রামে এসে অন্তত সরাসরি বলবনা। অপুর বুবলিকে এতোই হিংসা করে যে নাম ধরেই ওপেন বলে দিলেন 'আমি বুবলি কে ঘৃণা করি'।
এর পরের বুবলি ফেসবুকে স্ট্যাটাস দিল "কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা'য়
তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?"
বুবলি এখন পর্যন্ত অপু বিশ্বাস কে নিয়ে একটাও বাজে মন্তব্য করেনি। মেয়েটা ভিষণ স্মার্ট। যখন গান বাংলার তাপসের সাথে বুবলির প্রেম নেট দুনিয়ায় তুমুল ভাইরাল এবং অপু বিশ্বাস এবং তাপসের স্ত্রীর ফোনালাপে বুবলি সম্পর্কে অপু বিশ্বাসের বিভিন্ন অপবাদ প্রচন্ড ভাইরাল তখন খুবই স্মার্ট মেয়ের পরিচয় দেয়। সে ফেসবুকে একটা জনপ্রিয় গান যা ইতোমধ্যে সবাই হয়তো শোনেছেন, সে গানের সাথে রীল বানিয়ে গানে গানে অপুকে জবাব দেয়। গানটির কথা গুলো এরকম -
"আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে
PNPC না করে তুই তোর চরকায় তেল দে।
যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন
তারাই আবার করছে কাঠি সামনে প্রিয়জন
যতই করিস হিংসা তোরা আমি বড়ই বেপরোয়া
ভয় ডর নেই যে যা বলুক বলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে "
সাকিব খান, অপু বিশ্বাস, বুবলির কথা নতুন করে বলার কিছু নেই। সাকিব অপুকে ছেড়ে বুবলির সাথে প্রেম করে গোপনে বিয়ে করে বেবিও বর্ন করেছে। আবার শোনা গেছে জনপ্রিয় অভিনেত্রী পুজা চেরীর সাথেও রয়েছে সাকিবের প্রেম। আসলে অপু বুবলি পুজা এদের আমি খুব কাছ থেকে দেখি। চিনি। ঢালিউড নায়িকাদের কাছে সাকিব যে স্বপ্নের পুরুষ। অলমোস্ট সব উঠতি নায়িকার স্বপ্ন সাকিবের সাথে ফিল্ম করা। ভারতে সালমান খান যেমন সকল নায়িকাদের ক্রাশ ছিল আছে থাকবে ঢালিউডে সাকিবও সেম। শুধু বাংলাদেশ কেন কলকাতার নায়িকারাও সাকিবের সাথে মুভি করতে এক পায়ে খাড়া। মিডিয়া যেন হিংসুক দের স্থান। সাকিবকে অলমোস্ট সব কথিত নায়ক জেলাস করে আর ছোট্ট একটা মেয়ে বুবলিকে অলমোস্ট সব নায়িকাই জেলাস করে।
কথা সেটা না, কথা হলো এই পোস্ট লেখার মূল উদ্দেশ্য কোন দিকে যাচ্ছে আমাদের ফিল্ম, মিডিয়া! সকালে ঘুম থেকে উঠে আগে আমরা পত্রিকা পড়তাম এখন ফেবু/ইনস্টাগ্রামের হোম পেজ দেখি। প্রতিদিন জায়েদখান উদ্ভট কান্ড কারখানা করছে। হিরো আলম অভিনয় ও সুরকে রোজ দুইবেলস ধর্ষণ করছে। আগে মহিলারা ঘরের চৌকাঠে দাঁড়িয়ে ঝগড়া করত এখন ফেবুর স্ট্যাটাসে, লাইভে এসে ঝগড়া করছে। মোল্লারা আগে কোরানের মাহফিলে হিংসা গীবত বিদ্বেষ ছড়াত এখন ফেবুতে করছে।
একদিকে ভালো মুভি বানানোর ও চলচ্চিত্রকে সুস্থ করের তোলার জন্য একদল নিরলস পরিশ্রম করছে আরেকদল এসব নোংরামি করে গোটা ইন্ডাস্ট্রিকে কলংকিত করছে। কথিত নাটকে এমন নোংরা গালিযুক্ত শব্দ ব্যাবহার করছে যে সেদিন প্রবীণ অভিনেত্রী 'দিলারা জামান' কেঁদেই দিলেন।
বুবলির ফেবু রীলটি দেখুন:
বি: দ্র:
১) পোস্টে মিডিয়ার লোকজনদের গালিগালাজ করলে
২) ব্যক্তি আক্রমণ করলে
৩) অপ্রাসঙ্গিক মন্তব্য করলে ১ম বার মুছে দেয়া হবে। ২য় বার করলে ব্লক রিপোর্ট করা হবে। ৩য় বার করলে আজনম ব্লক করা হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




