
সবাই জানেন নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ই জানুয়ারি ২০২৪ জাতীয় নির্বাচন। এবং সকলেই নিশ্চিত শেখ হাসিনার আওয়ামী লীগ আরেকবার সরকার গঠন করতে যাচ্ছ্র। আমিও চাই আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসুক। দ্রব্য মূল্যের উর্ধগতি ক্রিকেট দূর্নীতি, ব্যাংক লোট ছাড়া আওয়ামী লীগ এর অন্য কোন দোষ আমি দেখছিনা। শেখ হাসিনা একটু সতর্ক হলে এগুলো রিকবার করা যাবে।
কেন আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসা উচিত:
১) বিম্পি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে বিম্পি নিজেই জানেনা। যাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবেন সেটাই অনিশ্চিত তারা দেশের জন্য কোন ভুমিকা রাখতে পারবেনা।
২) বিম্পি অদক্ষ। এখন পর্যন্ত ১ টা জোরালো আন্দোলন করতে পারেনি। হরতাল অবরোধ এর অহেতুক গাড়ি পোঁড়াচ্ছে। নিজেরা অবরোধ দিয়ে নিজেরাই মানছে না।
৩) ওরা কি বিম্পি নাকি বৃহত্তর জামাত ইসলামি ওরা নিজেরাই জানেনা।
৪) অধিকাংশ জামাত শিবির বিম্পি ভেক ধরছে ফলে ক্ষমতায় এসেই বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য উঠে পড়ে লাগবে।
৫) যেহেতু বিম্পির সাথে জামাত হেফাজত আছে, ফলে দেশে জংগীবাদ, শিশু বলৎকার বেড়ে যাবে।
৬) যেহেতু জঙ্গি জামাত হেফাজত কে বিম্পি কখনো ছাড়বেনা সেহেতু ওরা ক্ষমতাই এসেই এদেশের সংখ্যালঘু ও মুক্তমনা দের উপর নিপিড়ন করবে।
৭) যেখানে সেখানে গনহারে ওয়াজের নামে হিংসা গীবত করবে। ধর্মীয় বিদ্বেষ ছড়াবে।
৮) মেয়েদের হিজাব বোরখা এগুলো জোর করে পড়তে বাধ্য করা হবে।
৯) মিডিয়াকে যারা জীবিকা হিসেবে নিয়েছে তাদের বিম্পির অন্যতম শরীক দল জামাত-হেফাজত এখন অনলাইনে গালি দিচ্ছে তখন সরাসরি আক্রমণ করবে।
১০) তারেক/কোকো এর দূর্নীতি রেকর্ড করবে।
১১) কাঁদিয়ানি, মাজার পন্থী, আহলে সুন্নতকে নিষিদ্ধ করবে।
ফলে বাংলাদেশে কখনোই বিম্পি-জামাত জোটের ক্ষমতায় আসা উচিৎ না।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




