
এই ব্লগে আমার খুবই প্রিয় একজন ব্লগার হাসান মাহবুব ভাই বলেছেন, 'শুধু মাত্র একজন নায়িকা হওয়াই কি মাহিয়া মাহির একমাত্র যোগ্যতা?" আরেক প্রিয় ব্লগার মিরোরডডল বলেছেন - 'কেউ মেরিল প্রথম আলোতে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরষ্কার জিতলেই কি যোগ্য হয়ে যায়?' আরেকজন অন্যতম প্রিয় ব্লগার সোনাগাজী বলেছেন - 'আমাদের গায়ক, গায়িকা, অভিনেতা ও অভিনেত্রীরা রাজনীতি বুঝেন বলে মনে হয় না; তবে, পার্লামেন্টে যখন লাঠিয়াল, মাফিয়া, দুষ্ট ব্যবসায়ী, গডফাদারা এসেছে, সেইদিক থেকে ভাবলে নিরীহ আর্টিষ্টদেরও আসতে দেয়ার দরকার।'
উপরের ৩ জন বিজ্ঞ ব্লগার অবশ্যই আমার নীচের কথা গুলোর সাথে একমত হবেন বলে আমার বিশ্বাস:
যে দেশে ইয়াবা বদির মতো লোক এমপি হয়, তারেকের মতো লোক অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়, মাদ্রাসা থেকে পাশ করা জামাত নেতারা মন্ত্রীত্ব পায় সেখানে মেরিল প্রথম আলোর সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়া একজন নায়িকাকে অযোগ্য বলা কি ঠিক? আমারতো মনে হয় - যারা বিভিন্ন সময়ে এমপি মন্ত্রী হয়েছেন তাদের তুলনায় এসব অভিনেত্রীরা বেশী মেধাবী ও যোগ্য।
মেধা না থাকলে কখনোই শিল্পী হওয়া যায়না। একজন কবি যদি এমপি হোন তবে সবাই এপ্রিসিয়েট করেন। অথচ কবিতা হতে যেমন সাধনা করতে হয়, অভিনেত্রী হতেও তেমন সাধনা করতে হয়। একজন কবি যেমন ধ্যানে গিয়ে ব্রেনের মধ্যে কবিতার ছন্দ গুলোর মাঝে হারিয়ে যান, একজন অভিনেত্রী তেমনি সব ভুলে গল্পের ভেতর ডুবে যান। একজন কৃষি বিজ্ঞানী যেমন কৃষি নিয়ে গবেষণা করে, একজন অভিনেত্রী তেমনি মানুষের বিভিন্ন চরিত্র/প্ল্যাটফর্ম নিয়ে গভেষনা।
একজন বিজ্ঞানী যদি মন্ত্রী হয় সবাই স্বাভাবিক ভাবে নেন এদেশে কিন্তু একজন শিল্পী 'মাহিয়া মাহি বৈষম্যের শিকার। অথচ বিজ্ঞান যেমন শিল্প, ঠিক তেমনি শিল্পও একটি বিজ্ঞান। কিংবদন্তী শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জীবনী গুগল সার্স করলে আপনি জেনে থাকবেন যে - "তিনি তার বহুমুখী প্রতিভার মাধ্যমে বিজ্ঞান ও শিল্পের মধ্যে ভেদাভেদের রেখাটি একেবারে অস্পষ্ট করে দিয়েছেন।বিজ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগে তিনি তাঁর শিল্পীসত্তার বিকাশ ঘটাতে সমর্থ হয়েছিলেন। তাঁর কাছে বিজ্ঞান ও শিল্প ছিল যেন একই মুদ্রার দুই পিঠ।"

উপরে দেয়া ছবিগুলো "GUCCI" LAVA style
F A S H I O N R U N W A Y " এর কনসেপ্ট। এই কনসেপ্ট এর ড্রেস মডেল বিহীন প্রাণহীন। এই ড্রেস গুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করতে র্যাম্প মডেলদের বিকল্প নেই। একজন সাধারণ মেয়ের পক্ষে এই লাভা স্টাইল নিঁখুত ভাবে প্রদর্শনী করা সম্ভব নয়। একজন চিত্রশিল্পী যেমন তাঁর চিত্রকর্ম প্রদর্শনী করেন,একজন র্যাম্প মডেল বিভিন্ন ডিজাইনারের ডিজাইন করা পোষাককে নান্দনিক রূপে প্রদর্শন করেন। মডেল হওয়ার জন্য তাকে যেকোন ড্রেস ক্যারি করার মতো ফিগার বানাতে হয়েছে - দিনের পর ফিন ২০০ থেকে ৫০০ ফীট লম্বা রানওয়েতে নিঁখুত ভাবে হাটা প্রাকটিস করতে হয়েছে। মিউজিক ও লাইটের কম্বিনেশন নিয়ে গবেষণা করতে হয়েছে। শত রকমের এক্সপ্রেশন শিখতে হয়েছে। তাই একজন মেধাহীন মেয়ের পক্ষে মডেল বা শিল্পী হওয়া সম্ভব নয়। আর একজন মেধাবী শিল্পী পার্লামেন্ট বা রাজনীতি শুধু নয়, সবখানে নিজের দক্ষতা দেখাতে সক্ষম। একটি বাচ্চা মেয়ের ভয়েজ টুন এতই জঘন্য ছিল যে, গানের টিচার তাকে ক্লাস থেকে বের করে দেন। পরবর্তীতে মেয়েটি কিংবদন্তী গায়িকা সারিকা হয়ে গিয়েছিল।
তাই মাহিকে সুযোগ না দেয়ার আগেই ওকে অযোগ্য বলা দু:খজনক। মাহির আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাঁর যোগ্যতা কি? রাজশাহী ১ মাহিকে মুমিনরা আল্লাহর ভয়ে ভোট দেয়নি। বাংলাদেশে যেখানে সিংহ ভাগ মানুষ ধর্মপ্রাণ ও মোল্লা ভক্ত সেখানে মাহিরা ভোট পাবেনা এটাইতো স্বাভাবিক। মাহিকে সে সামান্য কিছু মানুষ ভোট দিয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করছি। মিজানুর রহমান আজহরীরা, ভন্ড তাহেরিরা যখন কোরানের তাফসিরের নামে হাউকাউ করে তখন লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে এদেশে, কিন্তু মাহিকে ভোটা দেয়া মতো ১ লাখ মানুষও নেই। কারণ তার অপরাধ সে একজন নায়িকা।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


