
এই স্বপ্নের ব্যাখ্যা কি?
গতরাতে একটা ওয়েডিং ফটোগ্রাফি করছিলাম। যাদের বিয়ে ছিল তারা সম্পর্কে আত্নীয়। চাচাতো বোনের বিয়ে।ফলে দাওয়াত এবং ফটোগ্রাফির ওয়ার্ক ওয়ার্ডার দুইটাই পেলাম। সেখানে আমার এক ছোট বেলার খেলার সাথীর সাথে দেখা হয়। ওর নাম মিমো। ২০০৫ সালে ১৭ বছর বয়সে বিয়ে হয়ে যায়। দুর্ভাগ্যক্রমে বিয়ের ৩ বছর পর ১ বছরের ১ টি কন্যা সন্তান রেখে তার হাজবেন্ড স্ট্রোক এর পর মারা যায়। মেয়েটি ছোট বেলায় আমার সাথে পুতুলের বিয়ে খেলতো। সে সম্পর্কে আমার চাচাতো বোন। ২০০৩ এর পর তার সাথে আমার কখনোই দেখা হয়নি। একবার শুধু ফোনে কথা হয়েছে। কারণ সে শ্বশুর শ্বাশুড়ির সাথে লন্ডনে সেটল্ড। তার মেয়ে ও লেভেল দিয়েছে। সে সেখানে একটা জবও করে। গতরাতে আমাদের সেই আত্নীয়ের বিয়েতে দেখা হয়। তার পুতুল বিয়ের কথা মনে আছে। তখন ক্লাস ফাইভে পড়তাম। এস এস সি পর্যন্ত একই স্কুলে পড়ছি। এইস এস সি রেজাল্ট আউট হওয়ার পর আর কখনোই দেখিনি। সে ফেসবুক বা ইনস্টাগ্রামেও নেই। হাজবেন্ড মারা যাওয়ার পর একদম চুপচাপ।
গতরাতে দীর্ঘ ১৯ বছর পর তার সাথে আমার দেখা হয়। অনেক কথা হয়। সে আমাকে বলে - 'আমি প্রাই একটা স্বপ্ন দেখি - তুমি ওরস (চট্টগ্রামে কোন আওলিয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী সেলিব্রেশনকে ওরশ বলে। সে ওরশ উপলক্ষে মেলা হয়) থেকে আমার জন্য চুড়ি কিনে এনে হাতে পড়িয়ে দিচ্ছ। গতরাতে সে বলে ইদানীং আরেকটা সপ্ন আমি প্রায় দেখি - "তুমি আমাকে বাম গাতে রিং পড়িয়ে দিচ্ছ "। ২ টার দিকে গায়ে হলুদ শেষে বাসায় ফিরে ওযু করে তাহাজ্জুদ পড়ে ঘুমালাম। সপ্নে দেখি সে একটা গাউন পড়ছে। তার মেয়েও গাউন পড়ছে। আর আমি গিয়ে তার ডান হাতে রিং পড়িয়ে দিচ্ছি।
স্বপ্নের কোন ব্যাখ্যা হয় কিনা আমি জানিনা। বিজ্ঞান বলছে স্বপ্ন অবচেতন মনে কল্পনা। আর তাছাড়া সে আমার বোন। আমি আমার মগজকে সবসময় পবিত্র রাখি। তাই তাকে নিয়ে অবচেতন মনে 'রিং পড়িয়ে দেয়ার মতো ' কিছু চিন্তা করার প্রশ্নই আসেনা। তাহলে এই স্বপ্ন আমি কেন দেখলাম। এই পোস্ট লেখার আগে ওরে ফোন দিসি। স্বপ্নের কথা শেয়ার করছি। সে সব শোনে বলছে আজকে বিয়ের অনুষ্ঠানে এটেন্ড করলে যেন তারে একটা রিং (আংটি) পড়িয়ে দেই। পকেটে টাকা নাi। তাই আংটি কিনা সম্ভব না। কিন্তু কাজিনকে ডিজহার্টেফ করতেও ইচ্ছা করছেনা। তাই অন্য যে কাজিনের বিয়ে হচ্ছে তারে শেয়ার করলাম। সে অনেক কিউট ও সুন্দর মনের। সে বলছে তার কাছে ৪/৫ টি আংটি আছে বিয়ে উপলক্ষে। ১ টা আমারে দিয়ে দিবে। চাচীকে বলবে হারায় গেসে।' কইলাম তর জামাই/শ্বশুর বাড়ির লোকজন হাউকাউ করলে? বলে 'সামান্য একটা আংটির জন্য প্যাঁপোঁ করলে ওরা ছোট লোক। ছোটলোক দের তো আমি বিয়েই করুম না।'
আংটি নাহয় মেনেজ হইল। কিন্তু স্বপ্নের মানে আমি বুঝরাছিনা। এই স্বপ্নের ব্যাখ্যা কারও কাছে থাকলে দিবেন কাইন্ডলি।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


