
ছবি - পত্রিকা হতে।
আমি ব্লগে সাধারণত সমসাময়িক ও দৈনন্দিন দেশে ঘটে যাওয়া বিষয় নিয়ে লিখি। যেহেতু পেটের দায়ে দৈনিক ১২/১৪ ঘণ্টা কাজ করতে হয় লেখার হাতিয়ার মুবাইল। তাই মুবাইল থেকেই লিখি। তাই অনেক টাইপো ও স্পেলিং মিসটেক থাকে। সাধারণত ইনফ্লুয়েঞ্চার কিংবা সেলিব্রিটি কিংবা মিডিয়া ব্যাক্তিত্বরা নোংরা লোকদের বাজে কমেন্টকে পাত্তা দেয় না।কিন্তু এসব থার্ড ক্লাস লোকেরা যখন একজন মানুষের প্রফেশনের কারণে সামাজিক যোগাযোগ এর মাধ্যম কিংবা সরাসরি নোংরা এট্যাক করে তখন বিষয়টি নিয়ে লিখতে হয়।
রাজধানীর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তিশাকে বিয়ে করে আলোচনায় আসে কিং মোশতাক। শুধুমাত্র মিস তিশা একজন বয়ষ্ক লোককে বিয়ে করার অপরাধে বইমেলায় গিয়ে দর্শনার্থীদের রোষানলে পড়েছেন। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল চর্চিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।
আচ্ছা তিশা কাকে বিয়ে করবে তা কি এদেশের জনগোষ্ঠী ঠিক করে দিবে? মানুষের পারসোনাল বিষয় নিয়ে যারা নোংরা নাক গলানো কি ঠিক? মুশতাক সাহেব তিশাকে ভালোবেসে বিয়ে করেন। এবং তাকে নিয়ে একটা বই লিখেন। যেহেতু তারা খুবই আলোচিত এবং ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে তাই যে স্টলে বইটি বিক্রি হচ্ছে সে স্টলে ভিড় একট বেশি। তাই অনেকের খুব হিংসা হওয়ায় দর্শনার্থীদের ক্ষেপিয়ে দেয়। মুশতাক তিশার অপরাধ তারা ফেসবুকে লাইভ করে। আর তিশা এত ছোট বয়সে কেন একজন বয়ষ্ক লোককে বিয়ে করেছে?
এদেশের ৮০% কথিত মুসলিম। আসলে এরা ভন্ড মুসলিম। এরা শান্তির কথা বলে বিরোধী মতের লোকেদের উপর জুলুম করে। নিজস্ব মতবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে মসজিদের ভেতর বোমা মেরে নামাজরত মুসল্লিদের হত্যা করে। বিনা অপরাধে মিসেস তিশাকে বই মেলার মতো একটা স্থানে অপদস্ত করে। আমি প্রিয় নবী মুহাম্মদ স: যদি মা আয়েশাকে বিয়ে করতে পারেন, বয়সে ১৫ বছর বড় মা খাদিজাকে বিয়ে করতে পারেন তবে মিসেস তিশা মিস্টার মুসতাককে বিয়ে করলে সমস্যা কোথায়?
শুধুমাত্র একজন বয়ষ্ক মানুষকে ভালোবেসে বিয়ে করার অপরাধে এবং ভালোবাসার মানুষকে নিয়ে একটি বই বের করে সেটার প্রচার বা মার্কেটিং করার অপরাধে অপদস্ত হতে হলো এই দম্পতিকে যেটা আসলে ঘৃণ্য। হালাল ভাবে কেউ বিয়ে করলে এদেশের মসলমান দের কি সমস্যা? আইনের কোথাও আছে ১৮ বছরের তিশা তার চেয়ে ৪০ বছরের বড় মুশতাককে বিয়ে করতে পারবেনা? এদের এত জ্বলে কেন?
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


