
১)
একজন স্টুডেন্ট অনেক্ষন ধরে স্ট্যাটাসে লিখছে ইংলিশে। জিজ্ঞেস করলাম কি কর? বলে স্ট্যাটাস লিখি। বললাম মানুষ বাংলাই পড়েনা এখন আবার ইংলিশ?
উত্তর: মূর্খ টোকাই লীগ ও পুলিশ মুবাইল চেক করছে রাস্তাঘাটে। তাই ইংলিশ লিখলে বুঝেনা কি লিখছি। রিস্ক কম।
২)
গতরাত অর্থাৎ ৩৫শে জুলাই দিবাগত রাত ছিল টোকাই দের গুজবের রাত। ছাত্রজনতাকে ভয় লাগাতে বমি পিয়াল গং এর নির্দেশনায় একের পর এক গুজব ছড়াতে থাকে। যেমন: ৭ মিনিটের মধ্যে রাজপথ ক্লিয়ার করা হবে, ছাত্র জনতা রাজপথে নামলে মেরে ফেলবে কেটে ফেলবে। কিন্তু প্রকৃত সত্য হলো এদের জানে পানি নাই। পুলিশ বিজিবি আর্মি গুলি চালাবেনা। এবং ওরা অনেক টাকা অফার করেও টোকাই পাচ্ছেনা। টোকাইরাও ছাত্র মারতে লজ্জা পাচ্ছে। কারণ যেই ছাত্রদের বিপক্ষে যাচ্ছে তাকেই ছি: ছি: করছে দেশের ৯০%।
৩)
দেশের ব্যাবসা বাণিজ্য অফিস আদালত জাস্ট নামকাওয়াস্তে খোলা। সবাই এখন দেশ নিয়ে বেশি চিন্তিত। ব্যাবসা ট্যাবসা পরে। আগে স্বৈরাচার এর পতন চায়। ৯০% মানুষের মনোভাব এরকম। দেশের ২/৩ ভাগ অফিসে কর্মী উপস্থিতি গড়ে এক চতুর্থাংশ এরও কম।দেশের সকল পেশাজীবি প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিচ্ছে ছাত্রদের।
৪) থু থু থেকে বাঁচতে কিছু মানবতা বিরোধী ছাত্রদের সমর্থন দিলেও গতকাল তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা বলছে ৯ দফার সাথে ছিলাম, ১ দফার সাথে নেই। অথচ ১ দফার জন্ম ৯ দফা না মানার কারণে।
৫)
গতকাল মন্ত্রী নওফেল এর বাসায় হামলা করছে ছাত্রলীগ নিজে। নিজেরা নিজেরা মারামারি করে একটা আতংক সৃষ্টি করছে। দোষ দিসে ছাত্র জনতার। কারণ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় হামলা হয়েছে জানলে দলীয় সুবিধার সাথে স্বার্থ হাছিল হবে, সাথে বিএনপির নেতাদের বাসায় হামলা চালিয়ে আতংক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মিশন সাকসেসফুল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




