তোমার মাত্র দুইটি চোখ,সেই দুইটি চোখই আমায় ডুবায়,
থাক তোমার চোখের বর্ননা না দিয়ে অন্য কিছু বলি......
আমার সামনে বসে বসে তুমি ক্লাস করো।তুমি মন দিয়ে ক্লাস কর ,আর আমি মন দিয়ে তোমার পূজা করি। কিন্তু আমার ওতো ক্লাস করার কথা।
আমি পারি না কেনো ! আমি এতো অবুঝ কেনো! দেবী তুমি তো আমার পূজার মূল্যায়ন কখনই করবে না ।তোমার আর্শীবাদ নিয়ে কত বাচ্চা পুলা-পাইন নদীর জল ঘোলা করে ফেললো, আর আমি মন-দিল দিয়ে তোমার পূজা করে এখনও নদীর তীরেই পড়ে রইলাম।হায়! একেই হ্য়ত বলে নিয়তী !
আচ্ছা শান্তনা পূরস্কার বলে একটি কথা আছে না?তুমি কি পারবে তোমার একটা উড়না আমাকে শান্তনা পূরস্কার হিসেবে দিতে ।আমার মতো একটা অবুঝ ছেলের জীবন পার করে দেয়ার জন্য তোমার একটা উড়নাই যথেষ্ট ।
কিন্ত বাস্তবতা আমাকে কখনই সে সুযোগ দিবে না। তোমার উড়না তুমি যেখানে সেখানে উড়িয়ে দিচ্ছো কিন্তু আমাকে স্পর্শ করতে দিচ্ছো না।
এই অপ্রাপ্তিই বোধহয় তোমার প্রতি আমার প্রেমকে আরো গভীর করে তুলছে ...........!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


