নিজস্ব সংবাদ দাতাঃ ৯ই ডিসেম্বর, ঢাকা,
বাংলাদেশ জাতিয়তাবাদি দলের ৫ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হল শেরেবাংলা নগরস্হ ইনটারন্যাশনাল কনভেনশন সেন্টারে। অনেক প্রতিক্ষার পর অনেক জাকজমকের মাধ্যমে সুন্দর ভাবে অনুষ্ঠান পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানের মূল অংশে ছিল - পার্টির চেয়ারপারসন ও মহাসচিব নির্বাচন।চেয়ারপারসন পদের জন্য বেশ কয়েকজন প্রার্থি গত তিন সপ্তাহ ধরে তুমুল নির্বাচনি প্রচারনা চালিয়েছেন। এদের মধ্যে খালেদা জিয়া, সাকা, ও ব্যানাহুদা ছিলেন মূল প্রতিদন্দি। খালেদা জিয়া মুখোমুখি তর্কে ও জনমত জরিপেও এগিয়ে ছিলেন। কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে খালেদা জিয়া পার্টির চেয়ারপারসন পদে পুনর্নিবাচিন হন। তিনি নির্বাচিত হওয়ার পর- বক্তব্যে বলেন-কাউন্সিলরদের মতামতের পরিপূর্ন মর্যাদা তিনি রাখবেন। তিনি দূঃখ প্রকাশ করে বলেন-আমার ছেলেদের বিশাল চুরি ও আমার মন্ত্রিদের অরাজকতা জন্য সকল দায় দায়িত্ব আমার। তবুও আমাকে যে কারনেই হোক নির্বাচিত করে আপনারা যে দায়িত্বের পরিচয় দিয়েছেন - তা আমি কখনই ভূলব না। আমার ছেলেরা যে সব চুরি করেছে তার বিচার করব। তার বন্ধু যত খাম্বা বানিয়েছেয়য়য়য় ----সেগুলো তার....
আপনারা এই যে রাজাকার আর পা-চাটা কুকুরকে পরাজিত করে আমাকে নির্বাচিত করেছেন তার কথা আমি কখনই ভূলব না। আমি নিশ্চিত করব যেন আগামি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। আমরা আর কোন রাজাকারদের সাথে জোট বাধবো না। রাজাকারদের যুদ্ধাপরাধের বিচার করব। আমরা নির্বাচিত হলে - কোন ক্রসফায়ার হবে না। জাতির জনকের মৃত্যূ দিনে আমার জন্মতারিখ ঘোসনা পরিবর্তন করব। এজন্য আমি সত্যিকরে ক্ষমা চাইছি। আমি আর বিএনপিকে আমার সম্পত্তি মনে করব না। আমি আমার স্বামী হয়ে ক্ষমা চাইছি - সৈনিক হয়ে রাজনৈতিক দল করা ঠিক হয়নি। জায়গায় জায়গায় গর্ত করে খাল কাটার আইডিয়া ছিল ষ্টুপিড আইডিয়া। দেখেন আমার সময়ে আমি আর খাল কাটি নাই। খালেদা জিয়া তার বক্তব্যে সব কাউন্সিলরদের দেশের ইতিহাস পড়ে বোঝার কথা বলেন। তিনি বলেন- আমি যদিও ভাল পড়তে পারি না, তবু যা বুঝি, রেডিওতে ঘোষনা দিলেই যদি সবাই দেশ স্বাধিন করে ফেলতে পারত - তাহলে প্যালেস্টাইন আজ স্বাধিন হত সবার আগে। তিনি সবাইকে কাউন্সিল সফল করার জন্য অনুরোধ করে বক্তব্য শেষ করেন। তখন শুরু হয় মহাসচিব নির্বাচনের ...........................চলবে।
শেরেবাংলা নগর থেকে গুতুদিয়া।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



