কি অদ্ভুত মানুষের জীবন,
কাংখিত, অনাকাংখিত কত ঘটনাই মানুষের এক জীবনে ঘটে যায়।
এমন এক একটি ঘটনা মানুষকে এক নিমিষেই
দুমড়ে মুচড়ে দিতে পারে।
যত অদ্ভুদই হোক না এই জীবনে
তার চাইতে ও অদ্ভুদ আর বিচিত্র হচ্ছে,
এই জীবনকে বয়ে চলা মানুষগুলো।
জীবন চলার পথে পড়ে যাওয়া মানুষগুলোই
আবার দাঁড়ানোর চেষ্টা করে।
নির্লজ্জ এই মানুষ গুলো জীবনটাকে খারিজ করে দেয় না,
সামনে এগিয়ে চলে...
আরও কিছু পাবার আশায়।
জীবনের গুন টেনে চলে,
জীবনের এক বাঁক থেকে আরেক বাঁকে।
বড় বেহায়া এই মানুষটা।
বড় বেহায়া এই মানুষগুলো।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



