আপনি একজন উচু মানের মানুষ। কিন্তু আপনি এখন যা করছেন তা আমাদের সাধারন দশজন রাজনীতিবিদের মতই করছেন।তা হল ক্ষমতা আগলে রাখা। তাহলে আপনার বিষেস্ত্ব কি থাকল। জনাব আপনি বাংলাদেশ এ বাস করেন এমেরিকাতে নয়। দেশে আইন আছে আদালত আছে সেখানে যান। আমেরিকাতে কেন। ওখানে গেলে আপনার লাভ টা কি । আমারা অতি সাধারন
মাথার মনুষ কিন্তু মনে হয় নোবেল টাও আমেরিকা আপনারে দান করেছে। বাংঙ্গালী জাতির হজার বছরের দালালীর ইতিহাস আপনি আরেক বার তার প্রমান রাখলেন।
বাংলাদেশের মানুষ যদি আপনাকে না ভালবাসে হিলারী কি আপনাকে রক্ষা করতে পারবে। বাংলাদেশের জনগন সে সুযোগ দেয় নাই আর দিবেও না।
দোহাই আপনার আর দেশটাকে ছোট বানাইয়েন না। আপনার মত শিক্ষিত দালাল আছে বলেই আমেরিকার মত দেশ বিশ্ব দাবরাইয়া বেরায়। তারা তো কত অনৈতিক কাজ করে কিন্তু কেউ বিবৃতি দিলে তারা কি কোন তোয়াক্কা করে।করে না।
আপনি তো নোবেল পাইলেন ক্ষুদ্র ঋন দিয়া। লক্ষ লক্ষ মানুষকে ঋণ দিলেন । আর ঢাক ডোল পিটাইলেন যে তাদের ভাগ্য পরিবর্তন কইরা দিছেন। কেউ তো একটু শব্দ করলনা আপনার জন্য ।
বহুত বোকা বানাইছে মানুষ কে আর ভাড়া কইরা বিবৃতি আনতাছেন আমেরিকা থিকা । কত আর কত ।
ভাল হয় আপনি আমেরিকাতে চলে যান । শুনেছি তারা নাকি ভাল মাথার লোকদের কদর দেয়। তারা সারা বিশ্ব চালায় তার উপর হিলারির নাকি প্রচুর কাজ এখন মধ্যপ্রচ্য শংকট নিয়া ।
ইউনূস সাহেব না থাকলে গ্রামীন ব্যাংক থাকবে না এমনটাই মনে হলো এক ভাইয়ার মন্তব্যে । তাহলে তো ওনাকে হাজার বছর বাচতে হবে । উনি মারা গেলে কে দেখবে গ্রামীন ব্যাংক । ব্যক্তির জন্য প্রতিষ্ঠান বসে থাকেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



