বিডি ওয়েবজোন নামে নতুন একটি পোর্টাল চালু হয়েছে। মোবাইলের ওয়াপ হিসেবেও এটি দেখা যাবে। সাইটটিতে রয়েছে বৃহৎ
মিডিয়ার তথ্য। সাইটটিতে বিনোদন, ইনফো, আই.টি ওর্য়াল্ড, বাংলাদেশ, ইসলাম, ওমেনস ওর্য়াল্ড, বিজনেস ওর্য়াল্ড, মোবাইল ওর্য়াল্ড, এডুকেশন ওর্য়াল্ড বিভাগ রয়েছে। যার সবকিছু বিনামূল্যে পাওয়া যাবে

ইনফো বিভাগে আছে ওয়েব ডিরেক্টরি, টেলিফোন বুক ও লিংকস। আই.টি বিভাগে পাওয়া যাবে ফ্রি সফটওয়্যার, হার্ডওয়্যার রিভিউ, আই.টি সংবাদ ও সস্তায় ওয়েব হোস্টিং। বাংলাদেশের ইতিহাস, NWD Codes, সংবাদ, ভ্রমন তথ্য, বাংলাদেশ ফটোগ্যালারি ইত্যাদি থাকছে বাংলাদেশ বিভাগে।
ইসলাম বিভাগে পাওয়া যাবে বিভিন্ন ইসলামিক লিংস, প্রশ্ন ও উত্তর পর্ব ইত্যাদি। নারীদের সাস্থ, ফিটনেছ, রুপ চর্চা ও রেসিপি পাওয়া যাবে ওমেন বিভাগে।
বাংলাদেশের সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের লিংক পাওয়া যাবে এডুকেশন বিভাগে। এতে আরো রয়েছে বিদেশে ভর্তি তথ্য, স্কুল ও কলেজের ঠিকানা।
শত শত রিংটোনের সমাহার রয়েছে মোবাইল বিভাগে। মোবাইল বিভাগে আরো রয়েছে সেল মাকের্ট আপডেট, মোবাইল সংবাদ, অপেরেটর, এস.এম.এস টেমপ্লেটস সহ আরো অনেক কিছু।
ওয়েব সাইটটির ঠিকানা: www.bdwebzone.com
ওয়াব সাইটটের ঠিকানা: wap.bdwebzone.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


