আমাদের ছাগুদা। সেই ছাগুদা।
সেই ছোট্টবেলাটি থেকে দেখে আসছি। একইরকম রয়ে গেছে দাদা আমাদের। ম্যা ম্যা। ভ্যা ভ্যা।
ছাগুদা মুক্তিযোদ্ধাদের ওপর বেজায় ক্ষ্যাপা। মুক্তিযোদ্ধারা কি ছাগুদার বাপদাদার পুটকিতে আইক্যাঅলা বাঁশ মেরেছিলো? আমরা বলতে পারি না। কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা শুনলেই ছাগুদার পুটকি যেন উত্তরাধিকার সূত্রে জ্বলে ওঠে। ম্যা ম্যা করে ওঠে সে।
ইসলাম সম্পর্কে কিন্তু ছাগুদা প্রায় কিছুই জানে না। মওদুদিয়া মওলানাদের ঠাপ খেয়েছে হয়তো ছোটকালে, তাই সে মওদুদিবাদকেই আঁকড়ে ধরেছে। কথায় কথায় মওদুদিবাদকে ইসলাম বলে চালিয়ে দিতে চায়।
71 সালে মওদুদিয়ারা কী করেছিলো, সবাই জানে। কিন্তু ছাগুদা জানে না। কিন্তু জানলেও না জানার ভান করে থাকে। হোগা হাতায় বসে বসে। আর ম্যা ম্যা করে। বলে না না 30 লক্ষ শহীদ টহীদ ঐসব বাজে কথা। 71 সালে গন্ডগোল হয়েছিলো গন্ডগোল। ইসলাম ভার্সেস মুক্তিযোদ্ধা।
ছাগুদা এখনও হোগামারার ঋণ শোধ করে চলছে। হয়তো এখন ভাতা পায় মওদুদিয়াদের কাছ থেকে। ভাড়ুয়া ছাগু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



