চারিদিকে আধাঁর নামছে
আকাশে মেঘেরা ছুটাছুটি করছে
হয়ত কিছুক্ষন পরেই বৃষ্টি নামবে
অঝোর ধারায়
ভাবতেই গা শিরশির করে ওঠছে
শারমিন নামের মেয়েটির
আজ কি আসবে তার স্বপ্নের মানুষ
কি ব্যাপার রাত তো চলে গেছে
সকাল হয়ে এল
কেন আসছে না সেই মানুষটি
হঠাৎ কানে একটি শব্দ ভেসে আসে
শারমিন চোখ মেলে তাকায়
তার মা তাকে ডাকছে
এখানে মা কেন?
তার ভাবনা জুড়ে যে মানুষটি আছে
সে কোথায়?
শারমিন খুজতে লাগল
না সে স্বপ্ন দেখেছিল
সত্যি কি সেই ছেলেটি বন্ধ করে দিবে নাকি
তার মনের দুয়ারটি
এটা তো বাস্তব নয়এটা অসম্ভব
তার স্বপ্নের পুরুষ তার অজানা নয়
এই তার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



