আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমার জানের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। ডাক্তার তাকে এখনও রেস্টে রেখেছেন। কবে হাসপাতাল থেকে রিলিজ করবেন, বলা যাচ্ছে না। তবে একমাসের বেড রেস্টে থাকতে হতে পারে।
কিছু দায়িত্বজ্ঞানহীন পত্রিকা তার অসুস্থতা সম্পর্কে ভুয়া খবর দেয় যে জানু হাই প্রেসারে ভুগছে। বাস্তবে ওর সমস্যা ছিল জন্ডিস এবং পানিশুন্যতা।
আপডেট - ববিতার শারীরিক অবস্থার উন্নতির প্রেক্ষিতে ডাক্তার রিলিজ করে দিয়েছেন, কিন্তু একমাসের বেড রেস্টে থাকার কড়া নির্দেশ দিয়েছেন। আমরা সবাই তার রোগমুক্তি কামনা করি।
এই খুশির মুহুর্তকে সেলিব্রেট করার জন্য জানুর একটা পুরোনো গানের ইউটিউব ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি।
এই গানটা মাসুদ পারভেজ পরিচালিত এবং ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত নাগপূর্নিমা ছবির। সুর আলম খান এবং কন্ঠ অ্যান্ড্রু কিশোর।
অসাধারন সুর এবং আমার জানের অসামান্য সৌন্দর্য গানটাকে প্রায় কিংবদন্তিতে পরিনত করেছে।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




