সবাইকে ৪০ তম বিজয় দিবসের শুভেচ্ছা । প্রধান মন্ত্রীকে গালী দেয়ায় মডারেটর ভাই আমার বারটা বাজিয়ে দিয়েছিল কিছুদিনের জন্য।
অনেক দিন পর সামুতে আসলাম, এসেই দেখি সেইফ। আমেতো হতবাক। কারন আমি যতদুর জানি যে সামুতে সত্যের মৃত্যু হয় নিয়মিত। সেহেতু একটি চরম সত্য কথা বলে আমি কি করে সেইফ হলাম ।
আমার বিশ্বাসই হচ্ছেনা।
যাক...... সুযোগ যখন পেয়েছি, তখন হাত পা এবার খুলেই লিখব। মডারেটর ভাইজান আমাকে কি আর করবে? আমার নিকটি বড়জোর বাতিল করেদিবে। আমার কম্পিউটার নষ্ট করে দিবে?
যাক সে কথা। বছর শেষ হতে আর কয়েক দিন বাকি। সামুর সকল ভাই/বোনকে নববর্ষের আগাম শুভেচ্ছা।
সকল দুঃখ, কষ্ট ধুয়ে মুছে যাক। আগত দিন গুলো হোক সপ্নের মতোই রঙ্গীন, সুন্দর ও আনন্দময়।
শুভ কামনা রইল সবার জন্য (বিশেষ করে মডারেটর ভাইয়ের জন্য) বানান ভুলের জন্য ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




