প্রাণ প্রিয়ো শিল্পী,
তুমি ছিলে মোর হৃদয়ে আমার,
প্রকৃতির সবুজে ছিলে মিশে
নদীর ঢেউ করেছে আন্দোলিত
পাখির ড়াকে ভেঙেছে পাখির ঘুম
প্রজাপ্রতির রঙে হয়েছে রঙিন
সাত রঙের রামধনু,
ভেঙেছে ভোরের অলসতা, সোনালী আলোর আভায়
আর তোমারই কোকিল কন্ঠ আন্দোলিত করেছে হৃদয়।
আজ তুমি জানি, অসহায়
ডানায় ভর করে উড়িতে চাইছো
একেলা দিগন্তের ওপাড়ে ভেলায়,
নির্মোহ আন মনা হৃদয়ে তোমার
ছিলোনা বিন্দু বিসঃর্গ,
উদাস দৃষ্টিতে তোমার
কত না অসহায় মানুষের প্রতিচ্ছতি
একেছো আত্মমগ্নতায়।
ভালো থেকো নুতন জীবনে, আবার
আসিও ফিরে এই বাংলায়,
আমাদের হৃদয় মোহনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




