![]()
সাস্পেন্স ভক্তরা বসুন আর দেখুন "রিয়ার উইন্ডো" মানে পেছনের জানলা
পেছনের জানলা দিয়ে আমরা কি দেখি?এই সভ্য নগরীতে কিইবা দেখব?গাছপালা?প্রকৃতি?না!
![]()
দেখব বিশাল বিশাল অট্টালিকা।এপার্টমেন্ট এর জানলা।কেউ হয়ত চুল আচড়াচ্ছে,কেউ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে।কারো খেয়েদেয়ে কাজ না থাকলেই পেছনের জানলা দিয়ে এসব দেখে আর কি।নায়ক জেমস স্টুয়ার্টের কি তবে খেয়ে দেয়ে কাজ নেই?ছিল,ফোটোগ্রাফার নায়ক পা ভেঙ্গে হুইলচেয়ারে।কি আর করা,সময়ের সদ্ব্যববহার আর মানুষের চিরন্তন স্বভাব অন্যের ব্যাপারে কান পাতা,সেখানে চোখ পাতল নায়ক।ঘটা করে হুইলচেয়ার নিয়ে জানলার ধারে বসে গোটা বিশেক ফ্লাটের কর্মকান্ড মুখস্ত করে ফেলছে।
![]()
দেখছে ভালো কথা।সাস্পেন্স টা কোথায় তাহলে?সাস্পেন্স নায়কএর মনে।এক ফ্ল্যাটের এক লোক-কে অবজার্ভ করে সন্দেহ জাগে মনে।লোকটার আচরণ আসলেই সন্দেহজনক।নায়কের ধারণা হয়,লোকটা তার স্ত্রী কে খুন করেছে।ব্যাপার টা নিজের মাঝে না রেখে তার গার্লফ্রেন্ড আর নার্স কেও শেয়ার করে।
![]()
তারা শুরুতে পাত্তা না দিলেও পরে ঠিকই সায় দেয়,ইনভল্ভড হয়ে যায় তারাও।কৌতূহল,আর রহস্যে ভাবনায় পড়ে না থেকে ওরা হাতে-কলমেই নেমে পড়ে।সুন্দর,সরল গতিতে এগিয়ে যেতে থাকা মুভিটা বুঝতে না বুঝতেই কেমন সিরিয়াস হয়ে উঠে।শুরুর দিকে কেমন আলসেমি আর একটুখানি বোরিংভাব ছিল সেটা উধাও! হিচককীয় ঢঙ্গে চলতে শুরু করে।বাড়তে থাকে সাস্পেন্স...
তুখোড় অভিনেতা জেমস স্টুয়ার্ট ও গ্রেসক্যালী অভিনীত মুভিটি একটি সাস্পেন্স মাস্টার পিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




