আজ আপনারদের এমন এক ঘটনা বর্ণনা করিব যাহা জীবন হইতে নেয়া !! এই কাহিনী শুনিয়া আপনারা হয়ত কুসংস্কারাচ্ছন্ন গ্রাম বলিয়া আমার গ্রামকে অপবাদ দিবেন কিন্তু ঘটনা সত্য ! পাশের বাড়ির চাচীর একদিন অকস্ম্যাত ২০ ভরি স্বর্ণের গহনা চুরি হইল । ঘরের সকল বাসিন্দাকেই চাচীর সন্দেহ হইতে লাগিল ! তিনি ঠিক করিলেন তিনি চোরের উদ্দেশ্যে ব্যাং বান মারিবেন । ব্যাঙ বান যাহাকে মারা হয় সে বাহক ব্যাঙের ন্যায় ধুকিয়া ধুকিয়া মরিয়া যায় !! তো চাচী নামকরা এক তান্ত্রিক / ওঝার শরনাপন্ন হইলেন । তান্ত্রিক ১০০০০ টাকার বিনিময়ে বান মারিল । বাহক বাহক ব্যাঙটিকে সেই মহা মুল্যবান তাবিজ গেলানো হইল । এই ব্যাঙটিকে কবরে পুতিয়া আসিতে হইবেক । তারপর চোর বেচারাও অই ব্যাঙের মতন ধুকিয়া ধুকিয়া মরিয়া যাইবে! চাচী অই ওঝার কথামত কবরে ব্যাঙ পুতিয়া আসিলেন । ঘরে ফিরিয়া সবাই হতবাক হইয়া গেলেন , না কেহ মারা যায় নাই , হারানো স্বর্ণ পাওয়া গিয়াছে !! চাচীর বিছারানার নিচেই অইগুলা পড়িয়া আছে ! সবাই ভাবিল হায় হায় এখন কি হইবে । অই ব্যাঙের জন্য কে এখন মরিয়া যাইবে ? তাই সবাই মিলে আবার সেই ব্যাঙটিকে কবর হইতে উত্তোলন করিতে গেলেন ( abort the death !!
জাতির বিবেকের কাছে প্রশ্নঃ স্বর্ণ কি আসলেই চুরি হইয়াছিল নাকি চোর ব্যাঙের ন্যায় মৃত্যু চায়নাই তাই ফেরত দিয়া গিয়াছে ?????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




