জগাখিঁচুড়ি মার্কা (একটার সাথে আর এক্টার কোনো মিল নাই) কিছু ছবি দিয়ে একটি ফটো ব্লগ।। সব গুলো ছবির মাঝে একটি মাত্র মিল আছে তা হলো সব ছবিই বাংলাদেশের অপার সৌন্দরযের বহিঃপ্রকাশ ।।কোন ছবিটি কোথায় তোলা হয়েছে তাও বিশদ ভাবে মনে নেই।।খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে বিধায় ছবিতে আকাশের উপস্থিতি বেশি পরিলক্ষিতো ।। ।।
পদ্মার পাড়ে বসে থেকে তুলেছিলাম আকাশের ছবি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের প্রবেশ পথের সামনে এই কৃষ্ণচুড়া গাছটির অবস্থান।। কতোযে আড্ডা হয় সারাদিন ভর.........
প্রথম বিজ্ঞান ভবনের বারান্দা থেকে তোলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজের একাংশ...
ঊমম এইটা যমুনার আকাশ !!! সিল্ক সিটিতে করে ঢাকা যাওয়ার সময় তোলা...
গ্রামের বাড়ি যাওয়ার পথে কোনো এক জায়গায় তুলেছি,মনে পড়ছেনা ...
হে হে হে... আমার বাড়ির ছাদ থেকে তোলা পাশের বাড়ির সুপারী গাছ... ঝড় আসবে !!!
ঝড় এসে গেছে ...
কোথাও যাচ্ছিলাম... পথের মাঝে দেখলাম মাছ ধরার এই দৃশ্য... ক্যাচাক... ...
শুকনো মওসুমে পদ্মা নদীর মাঝে ...
আবারো সেই বাংলার আকাশ...
গোধুলীলগ্ন... রাজশাহী কলেজ মাঠে তোলা...
শরতের মধ্যাহ্ন । আকাশের ছবি... বড়ির ছাদ থেকে সোজা ৮০ ডিগ্রী কোণে ...
*** আমার পুর্ববর্তী ফটোব্লগটি দেখতে ক্লিক করুন গ্রাম বাংলার ছবি
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




