somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একটা বেখাপ্পা মানুষ । আচানক যা মনে হয় করি । মনটা খারাপ হলে আজাইরা কবিতা লিখি ।

আমার পরিসংখ্যান

হিজিবিজি বিজ
quote icon
আমার ভেতরে আমি সমস্ত , বাহিরে কেবল তুমি আছ আর তোমার পৃথিবী ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তরল জীবন

লিখেছেন হিজিবিজি বিজ, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৮

তরল এক জীবন আমাদের
অভ্যস্ত হতে চেয়ে সর্বদা আকৃতি খুঁজি ।
নারীর হৃদয়ের গভিরতা মেপে ভালোবাসা বুঝি ।

ধূসর পাতার মত ভাবলেশহীন এই চোখের ভেতরে যে খোঁজ
পরিচিত ঠিকানার অভাবে আজ কোন ক্লান্তি নেই - তবু তোমার মত করে
ফিরে আসি অন্ধকারে রোজই ।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

হিজিবিজি তুমি আমি , আমাদের ভালোবাসা

লিখেছেন হিজিবিজি বিজ, ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৪৬

পৃথিবী ঘুমিয়ে গেছে,
শুন্যতা ঝুলে আছে দেয়ালে দেয়ালে -নগরের সড়কে ।
আলোর অভাব ভুলে জেগে যাওয়া পথিকেরা দেখে
কি এক অন্ধকারে মানুষেরা বিচরণ করে নন্দিত নরকে ।

পাগলের মত হেটে হেটে
এই পৃথিবীকে অগ্রাহ্য করে নিজের ভেতরে আমি যাই ।
যেন কারে আমি খুঁজি, কোথায় সে আছে জানা নাই ।
মিথ্যা হয়েছে যে আলো - সকল আলো... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     like!

মহাকালের কাব্য

লিখেছেন হিজিবিজি বিজ, ০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৫১



অন্ধকার আর আলোর এক যুদ্ধ চলছে
এখানে মানদন্ডে দন্ডিত অপরাধী সময় ।
আমাদের মনে হয় আমরা রয়েছি যেন তার কারাগারে ।
অথচ আঁধার আলোকে যে স্রষ্টা সৃষ্টি করেছে
তার মাঝে আমাদের মন , আমরাই যেন অস্তিত্বময় ।

অতঃপর সাময়ীক সিদ্ধান্তে উপনিত হয়ে
বিচারের আওতায় এলো মহাকাল ।
তিরস্কারে ভরে গেল হৃদয় তখন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

প্রার্থনা

লিখেছেন হিজিবিজি বিজ, ০৫ ই মে, ২০২৩ রাত ১:২৪

মূর্খ এক কবির প্রার্থনা
ঠিক যেন কবিতার লাইনের মত
শব্দের আনাগোনা হোক আমাদের পরিচয়গত ।

প্রয়োজন অনুসারে যাকে আমি চাই
সে আমার হোক, এই এক প্রার্থনা নিয়ে
তাকে আমি রচনা করেছি ।
সেখানে দুরত্ব শুধু সময়ের ব্যবধান
তবু মনে হবে তারে আমি আরও কাছে চাই
তার জন্যে আমার এই পৃথিবী গড়েছি ।

সমস্ত... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     like!

তুমি

লিখেছেন হিজিবিজি বিজ, ০২ রা মে, ২০২৩ রাত ৩:১৯

তোমাকে কবিতা করে রেখে দেব পান্ডুলিপি জুড়ে
সেখানে আমার মত করে ভালোবাসা হবে - সংলাপে কেটে যাবে সহস্র বছর ।
ধূসর এই দালানের শহরে
বেনামি সব কবিতার বিস্তারিত বর্ণনা করে
তোমার নামে লিখে দিব হৃদয়ে ভেজানো সব সুখের অক্ষর ।
আমার বেদনা হয়ে তুমি থেকো চিরদিন
জোছনায় দুজনের কথা হবে
সমস্ত ক্লান্তি... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

বিদায়

লিখেছেন হিজিবিজি বিজ, ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৩

শেষ কিছু লাইন লিখে ছুটি নেব ভেবে
গভীর এক ষড়যন্ত্রে এখন নিয়মিত সেবনের দিকে ঝুকে যাচ্ছি।
মনে হচ্ছে কোন অতলে আমি ডুবে
তুমি দূর থেকে হাসছো
যেন আমি মিথ্যা এক কবিতা হয়ে মোচড়ানো কাগজে রোজ জমা হচ্ছি বাস্কেটে ।
আমার মাথার ভেতরে যারা বসবাস করে , সবাই এখন মৌনব্রত পালন করছে ।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!

অকাল্পনিক

লিখেছেন হিজিবিজি বিজ, ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:০০

জীবন সুন্দর তবু কেন মর্মান্তিক আমাদের পরিচয়,
মৃত্যু দৃশ্যমান তবু ধার করে আনন্দ বেচাকেনা হয়
ঐশ্বরিক এক ক্ষমতার অহংকার মনে নিয়ে ।
সমস্ত দিন হিসাবের এক তালগোল পাকিয়ে
নিছক ফরমায়েশ জারি করে জেগে থাকা হয়; অসময়ে ।
নিরবতা প্রয়োজন ছিল - তাই এক বিচ্ছিন্ন দিকে
সৃষ্টি করেছি আপন গতিতে মিথ্যা পৃথিবীকে
সেইখানে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

আবার অন্ধকার

লিখেছেন হিজিবিজি বিজ, ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৪

এখনো অতিতে আমি গহীনে হারানো একলা তারার মতন নিভে আছি ।
ক্লান্তি নেই - মস্তিস্কের নিউরন অযথা জানান দেয় তুমি আছ কাছাকাছি
তবু আমি জানি - অদ্যাবধি বাস্তবিক এই মহাশূন্যতায় কেউ কারো নয় ।
অকারণে পরিমাপ করে চলে মহাকাল , দূরত্ব বাড়িয়ে টিকে রয় - সব করে ক্ষয় ।
একই কথা যেন... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

মস্তিষ্কের ভাগাড়

লিখেছেন হিজিবিজি বিজ, ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১১

কি এক ভয়ানক ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে গেছে মন
সন্ধ্যা ঘনায়ে আসবে আবার রোজকার নিয়মিতক্ষণ।
চিলের পালকে যদি পরে জোছনায় ক্লান্তির ছাপ
আমাদের সার্থকতা বেঁচেরবে আমাদের অন্তরে হয়ে অনুতাপ
ঠিক যেন ঘুমন্ত মানুষের মত ডাকলেই জেগে যাবে ।

১১ জানুয়ারী , ২০২৩

একদিন চিরহরিতেরো মিশে যেতে হয় ধুলোর ভেতরে
মৃত্যুর কামনা নিয়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

জন্মান্ধ

লিখেছেন হিজিবিজি বিজ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১২

এই জন্ম আমাদের হৃদয়ের স্পন্দন বুঝে নেয়
আমাদের সহজাত মন তার মত করে সাড়া দেয়
ভাদ্রের বৃষ্টির মত ঝরে পরে যায়
আমাদের দুই চোখের আলোর মতন — নাহলে
যে অনুভুতি রয়েছে মস্তিস্কের অন্ধকার অতলে
সবকিছু অভ্যাসে পরিনত হয়
প্রাত্যহিক জীবন আমাদের কেটে যায় কিছুক্ষন ।

তারপর ঈশ্বরে দোহায়ে এই মানব... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

জং ধরা সুখ

লিখেছেন হিজিবিজি বিজ, ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৯

একদিন জীবনের রঙ নীল সাগরের ফেনার মত হয়ে
নাবিকের চোখ যে স্থলের খোঁজে নক্ষত্রের হিসাবে রয় চেয়ে
তার মত আমি স্থীর হয়ে বাতাসের বিপরিতে
মনে করি সেদিনের আকাশের রঙ ।
যদিও প্রিয় চৈত্র চলে গেছে বহুদিন আগে ,
এখন শ্রাবণে ভোর ভেজা ঘাসে হয়
মনে হয় আকাশে
চোখের ছানির মত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

নিশ্চিত চেতনার পর

লিখেছেন হিজিবিজি বিজ, ১৬ ই জুলাই, ২০২২ রাত ৮:০০

এখন মূখ্য হল কবিতার মানে গুলো জানা
পরোক্ষ জীবনের সব ভালোবাসা সকল ঘৃণা
আমার সমস্ত কপালে তুমি লেপে দিয়ে যাও ।
আমি নিশ্চিন্ত গন্তব্যের পথে চলি কতকাল
ঠিকানা অজানা কারো নয় - তবু ক্লান্ত বেহাল
স্বপ্নের তাগিদে আমি জেগে রই , তোমরা ঘুমাও
শান্তির ঘুমের ভেতর বেঁচে থাকো
একদিন ঘুম ভেঙে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

কৃষ্ণগহ্বর

লিখেছেন হিজিবিজি বিজ, ০৬ ই জুন, ২০২২ রাত ১০:৪৫

অচল চেতনা নিয়ে পৃথিবীরে দেখার দায়ে
মানুষের চোখের ভেতর - অনেক অন্ধকারে
ঠিক যেন এক কৃষ্ণগহ্বরে
এক নারীর প্রেম আমারে বড্ড দিয়েছে ভুলায়ে ।
তাই আমি মুক্তির সন্ধান করিতেছি
আর এই অনন্তকালের পথ হাটিতেছি ।

মৃত্যু চাইনা আমি
চাইনা ফিরে আসুক অস্তিত্বের কোন কিয়দংশ ।
অজানার কোন ফাঁকে রাখতে চাইনা কোন ঝুকি
তাই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

জ্বরের ঘোর

লিখেছেন হিজিবিজি বিজ, ২৭ শে মে, ২০২২ রাত ১০:০৭

আমার সমুদ্রের গভীরে ডুবে যেতে ইচ্ছে করে খুব
কি এক নরম শীতলতা ধীরে ধীরে গ্রাস করে
তাহার ভেতরে শান্তি জানি আমি পাবো খুজে ঠিক৷
কোন নাবিকের পিছু নেয়া যেত
তবু আমি ব্যস্ততার ভাণে তাকাইনা ওদিক।
এই শহর দুপায়ে দুহাতে আমার বুকের পাজরে
শেকল পড়িয়ে শিখায়ছে জীবন আমার পরিকল্পিত।
তাই পরাবাস্তবতা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

বেশ্যা

লিখেছেন হিজিবিজি বিজ, ২৩ শে মে, ২০২২ রাত ১০:১৭

সে ধীরে ধীরে আসে শামুকের মতন
একটা শ্যাওলা ধরা দেহের উপর
দাগ কেটে রাখে ; অভ্যস্ত আততায়ী মন
উষ্ণতার ভয়ে আগলিয়ে থাকে খোলসের ভেতর ।
পৃথিবীর পথে হাল ছেড়ে দেয়া পথিকের
একরাশ হতাশার শ্বাস যেন দীর্ঘ এই নারীর দেহের
শিয়রে আছড়ে পড়া ফেনিল কবিতা ।
নোনতা রোদের তাপে লোপকূপে যে শিহরণ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৬১৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ