# নিরিবিলি রাস্তায় এক যুবক আর হাইজ্যাকারের মধ্যে ধস্তাধস্তি। অনেক্ষণ ধস্তাধস্তির পর যুবককে কাবু করে ফেলে তার পকেট হাতড়িয়ে মাত্র পাঁচ টাকা পেয়ে বেচারা হাইজ্যাকার রেগে গিয়ে বলল,
-এই পাঁচ টাকার জন্য তুই আমার সাথে এতক্ষণ মারামারি করলি?
- আরে না আমি তো ভেবেছিলাম আমার জুতার সুখতলির নিচে যে পাঁচশ' টাকার নোট লুকিয়ে রেখেছি সেটা কেড়ে নিতে চাচ্ছ।
# এক ছাত্রী স্কুলে দেরী করে আসায় স্কুলের শিক্ষক তাকে জিজ্ঞেস করছেন-
শিক্ষক: এতো দেরী কেন?
ছাত্রী: স্যার পথে আসার সময় একটা ছেলে আমাকে ফলো করছিল।
শিক্ষক: তাতে তোমার দেরী হবে কেন?
ছাত্রী: ও খুব ধীরে ধীরে হাটছিল তো তাই।
# বন্ধু: তোর ছবি দেখে অবাক না হয়ে পারিনা।
শিল্পী: কেমন করে আঁকি তাই?
বন্ধু: না, কিজন্য আঁকিস তাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




