
এই যে এই তৌহিদা শিরোপা; উঠতি সাংবাদিক। আজ বাদে কাল টক শোতে আসবে, আপনাকে আমাকে গাল ভরে জ্ঞান দিবে আমাদের মূল্যবোধ এভাবে ঠিক করা উচিত, আমাদের বাথরুমের কমোডে ওভাবে বসা উচিত, দাত খিলাল ওভাবে করা উচিত, পলিটিশিয়ানদের এটা করা উচিত ওটা করা উচিত না।
কাদের হাতে নিজেদের জানার অধিকারকে তুলে দিচ্ছি আমরা? প্রথম আলো ক’টাকা বেতন দেয় এই শিরোপাকে? বিশ হাজার? তিরিশ হাজার? পঞ্চাশ হাজার বা ষাট? এই ষাট হাজার টাকার জন্য যে পারসোনার দিনের আলোর মত ঘটনাকে ঘুরিয়ে দিতে পারে, তাকে তো আরও ক’টা টাকা দিলে সে নিজের বাবাকে বেচে দিবে, ভ্যাট দিতে বাধ্য করলে মাকেও বেচবে। আর নিজের বিবেকের দাম? সেটা তার কোনদিন ছিলই না। থাকলে এই বয়সে সে পুরো জাতির সাথে এত বড় ছিনালি করতে পারে না!
চলুন, আমরা এই গ্রুপের তিন সাড়ে তিন হাজার মেম্বার পঁচিশ-তিরিশ টাকা করে দিয়ে একটা ফান্ড রেইজ করি। সোয়া বা এক লাখ টাকার মত উঠবে। সেটা এই শিরোপার মুখে ছুঁড়ে দিয়ে বলি-
“নে! মানুষ হ! বিবেক তো নাইই, চাইলেও ওটা বেচতে পারবি না। অন্তত নিজের মা-বাপকে বেচিস না! তুই মানুষ হস নাই সেটা তোর কারণে হস নাই, কিন্তু ওনারা তোকে মানুষ বানানোর যথাসাধ্য চেষ্টা করসেন! ওনাদের প্রতি শ্রদ্ধা আর তোর প্রতি থুতু!”
শিরোপা, তোমার কি মনে হচ্ছে আমরা একটু বাড়াবাড়ি করছি? যুক্তির বালাই মানছি না? তা না হয় একটু করছি। কিন্তু আমাদেরকে রাগিয়ে দিল কারা? তোমরাই তো! তুমি নতুন দিনের লোক, আধুনিকা, শিক্ষিতা। তুমি কি জানোনা পারসোনায় কি ঘটেছিল? বোঝো না কী হয় এসব ঘটনায়? তারপরও ওরকম রিপোর্ট তুমি কোন বিবেকে করো? তোমার বিবেক নেই বলেছি, ভুল বলেছি? তুমি বিক্রী হয়ে গেছ, তোমার প্রথম আলো বিক্রী হয়ে যায়, এগুলো ভুল?
যদি ভুলই হয় তাহলে তোমার কানিজ আলমাস কাল রাতে কয়েকশো মানুষকে ফোন করল কেন? সব কাস্টোমারের মোবাইল নাম্বার ধরে ধরে এসএমএস পাঠালো কেন? তোমরা তো রোয়া তুলে চোখ রাঙ্গিয়ে বললে সে নির্দোষ আর আমরা যারা সরব আছি আমরা সব মিথ্যাবাদী, তাহলে তোমার কানিজ আলমাস আবার এখন বলে কেন ছোট্ট ভুল হয়ে গিয়েছে? ভুলটা তাহলে কিসের ছিল?
কানিজ আলমাসের মিনতি...
তার চেয়েও বড় কথা, তুমি না মেয়ে? একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ের ঐ ঘটনা নিয়ে এসব কী করে লিখ? সহানুভূতি তো দূরের কথা, লজ্জারও কি কোন বালাই নেই? তুমি জানোনা ঐ ভদ্রমহিলা আর তার হাজব্যান্ড এখন কেন পিছিয়ে গেছেন? তুমি জানোনা বাংলাদেশে ভদ্রমহিলারা কেন পিছিয়ে যান? প্রগতিবাদী হিসেবে কই তোমরা তাদেরকে সেসব উতরোতে সাহায্য করবে, আর তোমরা সামান্য কটা টাকার জন্য পর্নো কারবারীর পক্ষে ঝোল টানছো? এখন কি তোমার দিকে টাকা ছুঁড়ে দেয়ার কথাটাকে খুব বাড়াবাড়ি মনে হচ্ছে?
শিরোপা, তুমিও শুনে রাখো, তোমার প্রথম আলোকে বলে দাও, পাপ বাপকেও ছাড়ে না। বাপকেই যদি না ছাড়ে, তোমাদেরকে ছাড়বে কেন??
প্রথম আলো - সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর যন্ত্র এই পেজ থেকে নেওয়া.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




