লেখাটার হয়ত কোন প্রয়োজন হতনা যদি আমার জ্ঞান প্রচুর হত । সেটা নেই বলেই আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই
আসলে ধর্ম বলতে আমরা কি বুঝি?? কেন ধর্মের প্রয়োজন ??
আপনারা বিজ্ঞ জন তাই আপনাদের উত্তর ও বিজ্ঞজনের উত্তর হরে আশা করি । কিন্তু আমার জ্ঞান সামান্য তাই এই সামান্য জ্ঞানে আমি বুঝতে পারি ধর্ম আমাদের সঠিক কাজ শিখায় বা সঠিক পথ দেখায় । আমরা জানি সৃষ্টিকর্তার ইচ্ছা মত জীবন যাপন করি ধর্ম আমাদের সেটাই শিা দেয় সৃষ্টিকর্তা আমাদের কিছু কাজ করতে বলেছেন এবং কিছু কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন আর একজন ধার্মিক হিসাবে আমাদের এগুলোই মেনে চলা উচিত ।
সকল ধর্ম গ্রনথ অনুযায়ি কু দৃষ্টি একটি পাপ। মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো পাপ কিন্তু আমরা কি করি এঁটা যে একটা পাপ তা আমরা মনে করিনা আপনি রাস্তয় অনেক পুরুষকে দেখবেন যারা তার মেয়ের বয়সি মেয়েদের দিকে কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকে বিভিন্ন বাজে উক্তি করে , এব্যাপারে অনেকের মতামত যে মেয়েদের বোরখা পড়া উচিত তারাই সমাজ টাকে নষ্ট করছে পুরুষদের খারাপ হতে বাধ্য করছে । ধরুন আপনাকে আমি মদ পানের দাওযাত দিলাম আর আপনি তা গ্রহন করলেন তাহলে আপনি যে মদ পান করলেন তার জন্য কি আপনার পাপ হবে না নাকি আপনি বলবেন আমাকে দাওয়াত না করলে আমি পাপ করতামনা
শয়তার সব সময় আপনাকে পাপের পথে দাওয়াত দেয় আর সৃষ্টিকর্তা আমাদের সরসময় তার পথে দাওয়াত দেন এবার আমাদের বুঝতে হবে আমরা কার দাওয়াত রষ্কা করব ???
সৃষ্টির প্রথমে আমরা দেখি যে সৃষ্টিকর্ত আদম ও হাওয়া কে একটি বৃরে ফল খেতে বারন করেছিলেন এবং সেই বাগানে শয়তান ও ছিল যার কাজ ছিল আদম ও হাওয়াকে লোভ দেখিয়ে পাপের পথে নিয়ে যাওয়া। সৃষ্টিকর্তা কিন্তু চাইলেই ঔ বাগানে খারাপ গাছটি না রাখলে পারতের এবং শয়তানকে বাগান থেকে বের করে দিতে পারতেন । কিন্তু তিনি তা করেন নি, কারন তিনি দেখতে চান আমরা তার আদেশ কতটুকু পালন করি । আর ধর্মচর্চার মাধ্যমে আমরা তার আদেশ পালন করার কৈশল বা দৃঢ় ভাবে তার আদেশ পালনের মনোভাব সৃষ্টি করতে পারি । আর এর মাধ্যেমে আমরা সৃষ্টিকর্তার সত্যিকারের বান্দা হতে পারি
সুতারং রাস্তায় কোন মেয়ে দেখে যদি আমরা তার দিকে তাকানোর লোভ সামলাতে পারি যদি কোনা খারাপ কাজ করার প্রস্তাব আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে বুঝব আমরা সৃষ্টিকর্তার আদেশ পালন করছি সুতারাং আমরা তার বান্দা
আর যদি কোন মেয়ে দেখে হা করে তাকিয়ে থাকি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাই যদি লোভ সামলাতে না পারি তাহলে বুঝব ধর্ম আমাদের জীবনে কোন কাজেই আসেনি ধর্ম আমাদের কিছুই শেখায় নি । তার মানে আমরা শয়তানের বান্দা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


